আরও পড়ুন: Edible Oil: বিরাট ঝটকা! ভোজ্য তেলের দাম রেকর্ড বৃদ্ধি, তুমুল চাপে মধ্যবিত্ত
দেশের চার মেট্রো শহরে দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷ বর্তমানে পেট্রোলের সবচেয়ে বেশি দাম মুম্বইয়ে (১১০ টাকা প্রতি লিটার )৷ দিল্লি ছাড়া অন্যান্য শহরেও পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকার বেশি রয়েছে ৷ গত ৪ নভেম্বরের পর থেকে তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি ৷ ১৫ জুন ২০১৭ থেকে পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন জারি করা হয় ৷
advertisement
আরও পড়ুন: আয়কর ফাইলে কম রিফান্ড পেয়েছেন? জেনে কীভাবে পাবেন সম্পূর্ণ টাকা!
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
- দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
যে শহরে দাম বদলেছে পেট্রোলের
- লখনউ- পেট্রোল ৯৫.০২ টাকা, ডিজেল ৮৬.৫৬ টাকা
- পটনা- পেট্রোল ১০৬.২১ টাকা, ডিজেল ৯১.৩৮ টাকা
- গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৯০ টাকা, ডিজেল ৮৭.১১ টাকা
- নয়ডা- পেট্রোল ৯৫.৫১ টাকা, ডিজেল ৮৭.০১ টাকা
- জয়পুর- পেট্রোল ১০৮.০৭ টাকা, ডিজেল ৯১.৬২ টাকা
আরও পড়ুন: ১১ লক্ষ ৪৯ হাজার সুবিধাভোগী পাবেন প্রধানমন্ত্রী আবাসন যোজনার প্রথম কিস্তি!
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷