TRENDING:

মার্চের আগে এই কাজটি করলে আপনার অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা পাঠাবে কেন্দ্র সরকার

Last Updated:

কারা পাবেন এই যোজনার লাভ ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের উন্নয়নের জন্য কেন্দ্র সরকারের তরফে একাধিক যোজনা চালানো হয় ৷ এর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে আর্থিক-সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ প্রকল্পের আওতায় আনা হয়েছে থাকে গরিব, কৃষক, মহিলা-সহ আরও অনেককেই। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM Svanidhi Yojana) এরকমই একটি যোজনা ৷ এই যোজনায় রেজিস্টার্ড ব্যক্তিরা সরকারের থেকে পুরোপুরি ১০ হাজার টাকা পেতে পারেন ৷
advertisement

আরও পড়ুন: ১ জানুয়ারি অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা ? এই কাজটি না করলে আটকে যাবে টাকা....

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় স্ট্রিট ভেনডার্সদের ১০ হাজার টাকা লোন দিচ্ছে ৷ এবং এই লোনের জন্য কোনও গ্যারেন্টি দিতে হবে না ৷ পাশাপাশি সময়ের মধ্যে লোন শোধ করে দিলে সাবসিডিরও সুবিধা পেয়ে যাবেন ৷

advertisement

কারা পাবেন এই যোজনার লাভ ?

এই স্কিমের সুবিধা নাপিতের দোকান, মুচি, পানের দোকান, ধোপা, সবজির দোকান, ফলের দোকান, রেডি টু ইট স্ট্রিট ফুড, চায়ের দোকান, ফেরিওয়ালা, ব্রেড পকোড়া বা ডিম বিক্রেতা, এবং স্টেশনারির দোকান এই স্কিমের সুবিধা নিতে পারবেন ৷

আরও পড়ুন: কলকাতায় কত হল পেট্রোল ও ডিজেলের দাম? দেখে নিন এখানে...

advertisement

লোন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

প্রথম, ঋণগ্রহিতার ব্যক্তি তাঁর মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে ৷

এই লোনের সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁরা ২০ মার্চ ২০২০ বা তার আগে থেকে এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন ৷

লোনের সুবিধা ২২ মার্চ ২০২২ পর্যন্ত নেওয়া যেতে পারে ৷ তাই যাদের এই ঋণের প্রয়োজন তাঁরা শীঘ্রই এর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

advertisement

শহর, শহরতলি এবং গ্রামীণ এলাকার স্ট্রিট ভেন্ডার্সরা এই সুবিধা পাবেন ৷

এই লোনের সুদের উপর সাবসিডি পাওয়া যায় ৷

আরও পড়ুন: Bisleri লঞ্চ করেছে নিজস্ব মোবাইল অ্যাপ, এখন থেকে ঘরে বসেই পেয়ে যাবেন বিশুদ্ধ পানীয় জল!

গ্যারেন্টি ফ্রি লোন-

এই স্কিমের মাধ্যমে স্ট্রিট ভেন্ডার্সদের এক বছরের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কোল্যাটারাল ফ্রি লোন দেওয়া হয় ৷ অর্থাৎ লোন নেওয়ার জন্য কোনও ধরনের গ্যারেন্টি দিতে হবে না ৷ লোনের পেমেন্ট মান্থলি কিস্তিতে দিতে পারবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই স্কিম সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন এই লিঙ্কে https://pmsvanidhi.mohua.gov.in/ ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মার্চের আগে এই কাজটি করলে আপনার অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা পাঠাবে কেন্দ্র সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল