আরও পড়ুন: ১ জানুয়ারি অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা ? এই কাজটি না করলে আটকে যাবে টাকা....
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় স্ট্রিট ভেনডার্সদের ১০ হাজার টাকা লোন দিচ্ছে ৷ এবং এই লোনের জন্য কোনও গ্যারেন্টি দিতে হবে না ৷ পাশাপাশি সময়ের মধ্যে লোন শোধ করে দিলে সাবসিডিরও সুবিধা পেয়ে যাবেন ৷
advertisement
কারা পাবেন এই যোজনার লাভ ?
এই স্কিমের সুবিধা নাপিতের দোকান, মুচি, পানের দোকান, ধোপা, সবজির দোকান, ফলের দোকান, রেডি টু ইট স্ট্রিট ফুড, চায়ের দোকান, ফেরিওয়ালা, ব্রেড পকোড়া বা ডিম বিক্রেতা, এবং স্টেশনারির দোকান এই স্কিমের সুবিধা নিতে পারবেন ৷
আরও পড়ুন: কলকাতায় কত হল পেট্রোল ও ডিজেলের দাম? দেখে নিন এখানে...
লোন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
প্রথম, ঋণগ্রহিতার ব্যক্তি তাঁর মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে ৷
এই লোনের সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁরা ২০ মার্চ ২০২০ বা তার আগে থেকে এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন ৷
লোনের সুবিধা ২২ মার্চ ২০২২ পর্যন্ত নেওয়া যেতে পারে ৷ তাই যাদের এই ঋণের প্রয়োজন তাঁরা শীঘ্রই এর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
শহর, শহরতলি এবং গ্রামীণ এলাকার স্ট্রিট ভেন্ডার্সরা এই সুবিধা পাবেন ৷
এই লোনের সুদের উপর সাবসিডি পাওয়া যায় ৷
আরও পড়ুন: Bisleri লঞ্চ করেছে নিজস্ব মোবাইল অ্যাপ, এখন থেকে ঘরে বসেই পেয়ে যাবেন বিশুদ্ধ পানীয় জল!
গ্যারেন্টি ফ্রি লোন-
এই স্কিমের মাধ্যমে স্ট্রিট ভেন্ডার্সদের এক বছরের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কোল্যাটারাল ফ্রি লোন দেওয়া হয় ৷ অর্থাৎ লোন নেওয়ার জন্য কোনও ধরনের গ্যারেন্টি দিতে হবে না ৷ লোনের পেমেন্ট মান্থলি কিস্তিতে দিতে পারবেন ৷
এই স্কিম সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন এই লিঙ্কে https://pmsvanidhi.mohua.gov.in/ ৷