TRENDING:

DA hike: অক্টোবরেই ফের আর এক দফা ডিএ বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়বে?

Last Updated:

বছরে দু বার, জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ অথবা মহার্ঘ ভাতার নতুন হার ঘোষণা করে কেন্দ্র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অক্টোবর মাস থেকেই ফের আরও এক দফা বেতন বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে অক্টোবর মাসেই আরও এক দফা ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার৷ গত বছরও অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

কত শতাংশ ডিএ ঘোষণার সম্ভাবনা?

সূত্রের খবর, উৎসবের মরশুম শুরুর আগে এ বারেও ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্র৷ সেক্ষেত্রে একেবার নিচুতলায় কর্মরত যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন মাসে ১৮ হাজার টাকা, তাঁদের মাসিক বেতন ৫৪০ থেকে ৭২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে৷

আরও পড়ুন: ‘জ্যোতি বসু সেদিন প্রধানমন্ত্রী হলে…’, ইয়েচুরির স্মরণসভায় সিপিএমের অস্বস্তি বাড়ালেন ফারুখ আবদুল্লাহ

advertisement

কতটা বাড়বে বেতন?

নতুন এই বেতন কাঠামো ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে৷ যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন মাসে ৩০ হাজার টাকা হয় এবং মূল বেতন হয় ১৮ হাজার টাকা, তাহলে বর্তমানে তিনি ডিএ বাবদ প্রতিমাসে ৯ হাজার টাকা পান৷ ৩ শতাংশ বৃদ্ধি হলে ডিএ বাবদ তিনি পাবেন ৯৫৪০ টাকা৷ ৪ শতাংশ বৃদ্ধিতে ওই কর্মচারীর সংশোধিত ডিএ হবে ৯৭২০ টাকা৷ ফলে ৩০ হাজার টাকা বেতন হলে ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পর ওই কর্মচারীর বেতন মাসে ৫৪০ থেকে ৭২০ টাকা পর্যন্ত বাড়বে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যা ডিএ, অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে সেটাই ডিআর৷ বছরে দু বার, জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ অথবা মহার্ঘ ভাতার নতুন হার ঘোষণা করে কেন্দ্র৷ বর্তমানে ১ কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন৷ গত মার্চ মাসেও ৪ শতাংশ হারে ডিএ এবং ডিআর বৃদ্ধি করেছিল কেন্দ্র৷ ১২ মাসের সর্বভারতীয় মূল্য সূচকের গড় করে সেই অনুযায়ী মহার্ঘ ভাতার নতুন হার ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
DA hike: অক্টোবরেই ফের আর এক দফা ডিএ বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়বে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল