কত শতাংশ ডিএ ঘোষণার সম্ভাবনা?
সূত্রের খবর, উৎসবের মরশুম শুরুর আগে এ বারেও ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্র৷ সেক্ষেত্রে একেবার নিচুতলায় কর্মরত যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন মাসে ১৮ হাজার টাকা, তাঁদের মাসিক বেতন ৫৪০ থেকে ৭২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে৷
advertisement
কতটা বাড়বে বেতন?
নতুন এই বেতন কাঠামো ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে৷ যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন মাসে ৩০ হাজার টাকা হয় এবং মূল বেতন হয় ১৮ হাজার টাকা, তাহলে বর্তমানে তিনি ডিএ বাবদ প্রতিমাসে ৯ হাজার টাকা পান৷ ৩ শতাংশ বৃদ্ধি হলে ডিএ বাবদ তিনি পাবেন ৯৫৪০ টাকা৷ ৪ শতাংশ বৃদ্ধিতে ওই কর্মচারীর সংশোধিত ডিএ হবে ৯৭২০ টাকা৷ ফলে ৩০ হাজার টাকা বেতন হলে ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পর ওই কর্মচারীর বেতন মাসে ৫৪০ থেকে ৭২০ টাকা পর্যন্ত বাড়বে৷
সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যা ডিএ, অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে সেটাই ডিআর৷ বছরে দু বার, জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ অথবা মহার্ঘ ভাতার নতুন হার ঘোষণা করে কেন্দ্র৷ বর্তমানে ১ কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন৷ গত মার্চ মাসেও ৪ শতাংশ হারে ডিএ এবং ডিআর বৃদ্ধি করেছিল কেন্দ্র৷ ১২ মাসের সর্বভারতীয় মূল্য সূচকের গড় করে সেই অনুযায়ী মহার্ঘ ভাতার নতুন হার ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷