Farukh Abdullah criticizes CPIM: 'জ্যোতি বসু সেদিন প্রধানমন্ত্রী হলে...', ইয়েচুরির স্মরণসভায় সিপিএমের অস্বস্তি বাড়ালেন ফারুখ আবদুল্লাহ

Last Updated:

এ দিন দিল্লিতে সীতারাম ইয়েচুরির স্মরণ সভার আয়োজন করেছিল সিপিএম৷ তৃণমূল বাদে বিরোধী শিবিরের প্রথম সারির সব নেতারাই সেখানে উপস্থিত হয়ে প্রয়াত সিপিএম নেতার স্মৃতিচারণা করেন৷

সীতারাম ইয়েচুরির স্মরণসভায় জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে আনলেন ফারুখ আবদুল্লাহ৷
সীতারাম ইয়েচুরির স্মরণসভায় জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে আনলেন ফারুখ আবদুল্লাহ৷
নয়াদিল্লি: সিপিএমের প্রয়াত সাধারণ সম্পাদকের স্মরণ সভায় গিয়ে সিপিএমেরই অস্বস্তি বাড়ালেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ৷ সিপিএম নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে মনে করিয়ে দিলেন ১৯৯৬ সালে সীতারাম ইয়েচুরি সহ সিপিএম নেতাদের আপত্তিতেই প্রধানমন্ত্রী হতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু৷ ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতার কথায়, সেই সময় জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে আজকে দেশের অবস্থাই সম্পূর্ণ অন্যরকম হত৷
এ দিন দিল্লিতে সীতারাম ইয়েচুরির স্মরণ সভার আয়োজন করেছিল সিপিএম৷ তৃণমূল বাদে বিরোধী শিবিরের প্রথম সারির সব নেতারাই সেখানে উপস্থিত হয়ে প্রয়াত সিপিএম নেতার স্মৃতিচারণা করেন৷ উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধিও৷
বক্তব্য রাখতে গিয়ে সীতারাম ইয়েচুরির প্রশংসা করতে গিয়েই ফারুখ আবদুল্লাহ বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও উনি কোনওদিন প্রতিপক্ষকে বুঝতে দিতেন না যে তিনি তাঁর শত্রু৷ সীতারাম ইয়েচুরির এই রাজনৈতিক ভাবধারাকে আমি বোঝার চেষ্টা করেছি৷ এর পরেই জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, একসময় বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে আমরা প্রধানমন্ত্রী করতে চেয়েছিলাম। উনি (সীতারাম) এবং আপনাদের পার্টি হতে দেননি। সেদিন যদি বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতেন তাহলে এই দেশ অন্যরকম হত। ফারুক আবদুল্লা যখন এই কথা বলছেন, তখন মঞ্চে তাঁর পাশেই বসে রয়েছেন প্রকাশ কারাট, বৃন্দা কারাট, পিনারাই বিজয়নরা৷
advertisement
advertisement
১৯৯৬ সালে অটলবিহারী বাজপেয়ীর ১৩ দিনের সরকারের পতনের পর যুক্তফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সামনে৷ কিন্তু যুক্তফ্রন্ট সরকারে যোগ দিতেই রাজি হয়নি সিপিএম নেতৃত্ব৷ ফলে প্রধানমন্ত্রী হওয়া হয়নি জ্যোতি বসুর৷ প্রধানমন্ত্রী হন এইচ ডি দেবেগৌড়া৷ দলের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলেই মন্তব্য করেছিলেন জ্যোতি বসু স্বয়ং৷ এ দিন সীতারাম ইয়েচুরির স্মরণসভায় গিয়ে সিপিএম নেতৃত্বকে এমন ভুল আর না করার পরামর্শই দিয়ে এলেন প্রবীণ রাজনীতিবিদ ফারুখ আবদুল্লাহ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Farukh Abdullah criticizes CPIM: 'জ্যোতি বসু সেদিন প্রধানমন্ত্রী হলে...', ইয়েচুরির স্মরণসভায় সিপিএমের অস্বস্তি বাড়ালেন ফারুখ আবদুল্লাহ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement