যে ১১টি ক্রিপ্টোর বিরুদ্ধে জিএসটি (GST)ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে সেগুলি হল কয়েন ডিসিএক্স, কয়েন সুইচ উবের, বাই ইউকয়েন, ইউনোকয়েন, ফ্লিটপে, জেব আই সার্ভিস, সিকিওর বিটকয়েন ট্রেডার, জিওটাস টেকনোলজি প্রাইভেট লিমিটেড, অ্যালেনক্যান ইনোভেশন, ওয়াজিরএক্স এবং ডেসিডিয়াম ইন্টারনেট ল্যাবস লিমিটেড।
এই প্রসঙ্গে লোকসভায় একটি লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানিয়েছেন, ‘তদন্তে নেমে দেখা যায় কয়েকটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ জিএসটি ফাঁকি দিচ্ছিল। মোট ৮১.৫৪ কোটি টাকার কর ফাঁকির তথ্য পাওয়া গিয়েছে। এরপরই জরিমানা ও সুদ-সহ সেই টাকা আদায় করেছে সরকার’। তবে কোন সময়ে এই কর ফাঁকির ঘটনা ঘটেছে সেই নিয়ে কোনও তথ্য দেয়নি সরকার।
advertisement
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড না শেয়ার ? কোথায় বিনিয়োগ করলে হবেন বেশি লাভবান জেনে নিন...
এর মধ্যে সবচেয়ে বেশি কর ফাঁকি দিয়েছে ওয়াজিরএক্স। উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরেই ওয়াজিরএক্সের বিরুদ্ধে কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ফাঁকির অভিযোগ উঠেছিল। জানা গিয়েছিল, প্রায় ৪০.৫ কোটি টাকার জিএসটি মেটায়নি শীর্ষস্থানীয় ক্রিপ্টো এক্সচেঞ্জ ওয়াজিরএক্স (WazirX)।
আরও পড়ুন: হাতে মাত্র একদিন! প্যান আধার লিঙ্ক না করালেই দিতে হবে ১০০০ টাকা জরিমানা
তবে কর ফাঁকির অভিযোগ মানতে চায়নি ওয়াজিরএক্স, তাদের দাবি, জিএসটি গণনায় কোনও ভুল হয়েছে। কর ফাঁকির অভিযোগের প্রতিক্রিয়া দিতে গিয়ে ওয়াজিরএক্সের এক মুখপাত্র বলেছেন, ‘জিএসটি পেমেন্টের একটা অংশের গণনায় অসঙ্গতির কারণে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা নিয়ম মেনে কেন্দ্রীয় এজেন্সিকে সবরকম সহযোগিতা করেছি। এমনকী নিজেরাই অতিরিক্ত জিএসটি মিটিয়েও দিয়েছি। কর ফাঁকি দেওয়ার কোনও ইচ্ছে আমাদের ছিল না। এখনও নেই’।
প্রসঙ্গত, আগামী ১ এপ্রিল থেকে ক্রিপ্টোকারেন্সির লেনদেনে ৩০ শতাংশ কর দিতে হবে। মূলধনী আয়ের উপরে কর ছাড়াও এবার থেকে ভারতীয়রা ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার ক্ষেত্রে ১ শতাংশ কর দিতে হবে টিডিএসের উপরে। এছাড়া কাউকে যদি ক্রিপ্টোকারেন্সি উপহার দেওয়া হয়, সেক্ষেত্রে উপহার প্রদানকারীর উপরে কোনও দায়বদ্ধতা না থাকলেও, যিনি উপহার গ্রহণ করবেন, তার উপরে করের বোঝা চাপবে। ১ ফ্রেবুয়ারি বাজেটে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তবে দেশে সম্পূর্ণরূপে ক্রিপ্টোকারেন্সি ব্যান করে দেওয়া হবে না কি একটি সীমা অবধি ছাড় দেওয়া হবে, তা নিয়ে আলোচনা এখনও চলছে।