প্রথমে আসা যাক গাড়িগুলির ইন্টিরিয়রে। Maruti Alto-এর এই ফেস্টিভ এডিশন আপনার ইনফোটেনমেন্টের চাহিদা মেটাবে। কারণ গাড়িতে থাকছে টাচস্ক্রিন মিউজিক সিস্টেম। থাকছে ৬ ইঞ্চি কেনউড স্পিকার। এর পাশাপাশি গাড়ির ডুয়াল টোন সিট কভার, সিকিওরিটি সিস্টেম, স্টিয়ারিং হুইল কভারও আপনার নজর কাড়বে। এন্ট্রি লেভেল Celerio-এর স্পেশ্যাল এডিশনও কিছু কম যায় না। এই গাড়ির ইন্টিরিয়র মুগ্ধ করবে আপনাকে। কারণ গাড়ির মধ্যে থাকছে Sony-র ডাবল ডিন অডিয়ো। রয়েছে ব্লুটুথের সুবিধাও। থাকছে নতুন সিট কভার, পিয়ানো ব্ল্যাক বডি সাইড ডিজাইনার ম্যাট। অন্য দিকে, WagonR-এর ফেস্টিভ এডিশনকেও দারুণ ভাবে সাজানো হয়েছে। এই গাড়িতে নবতম সংযোজন হল ফ্রন্ট ও রেয়ার বাম্পার প্রোটেক্টর, সাইড স্কার্টস, ফ্রন্ট আপার গ্রিল ক্রোম গার্নিস। স্টাইলিশ সিট কভারও বেশ আকর্ষণীয়। তবে গাড়িগুলির ইঞ্জিন বা গঠনগত ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি।
advertisement
এ বার জেনে নেওয়া যাক এই ফেস্টিভ এডিশন কিটগুলির দাম কত? গাড়িপ্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, Maruti Suzuki Alto-এর এই স্পেশ্যাল এডিশনের ক্ষেত্রে ফেস্টিভ কিটের দাম ২৫,৪৯০ টাকা। মাত্র ৫০০ টাকা খরচ করলেই পেয়ে যাবেন এন্ট্রি লেভেল Celerio-এর স্পেশ্যাল এডিশনের কিট। অর্থাৎ Celerio-এর স্পেশ্যাল এডিশনের ফেস্টিভ কিটের দাম করা হয়েছে ২৫,৯৯০ টাকা। তবে, Maruti Suzuki WagonR-এর স্পেশ্যাল এডিশনের ফেস্টিভ কিট কিনতে হলে একটু বেশি টাকা খরচ করতে হবে আপনাকে। এর দাম ২৯,৯৯০ টাকা। প্রস্তুতকারী সংস্থা জানাচ্ছে, নির্বাচিত ডিলারের কাছে পাওয়া যাবে এই মডেলের গাড়িগুলি। এ বিষয়ে, Maruti Suzuki India Limited-এর একজিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব জানিয়েছেন, এন্ট্রি কার সেগমেন্টে এ বছর চাহিদা বেড়েছে। আর সেই সূত্র ধরেই Maruti Suzuki Alto, Celerio, WagonR-এর এই স্পেশ্যাল এডিশন লঞ্চ করা হল। আজকাল ক্রেতারা পারফরম্যান্সের পাশাপাশি গাড়ির ইন্টিরিয়র, ফিচার ও লুকের প্রতিও নজর দিচ্ছেন। সে দিক থেকে এই স্পেশ্যাল এডিশনের গাড়িগুলি ক্রেতাদের চাহিদা মেটাবে। আশা করা যায়, উৎসবের মরশুমে ক্রেতাদের চাহিদা পূরণের পাশাপাশি গাড়িগুলির বিক্রি বাড়বে।