TRENDING:

Cauliflower Cultivation: গ্রীষ্মকালেও মিলবে এই ফুলকপি, চারা রোপণ করতে হবে এখনই, জেনে নিন পদ্ধতি

Last Updated:

এবার গরমকালেও মিলবে ফুলকপি, কীভাবে চাষ করবেন? পড়ুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ফুলকপি এখন আর শুধু শীতের সবজি নয়। বছরভর মেলে ফুলকপি। তবে শীত ছাড়া, বছরের অন্য সময়ে ফুলকপির দাম বেশ চড়া। তবে দাম বেশি হলেও স্বাদ বা গন্ধের ফারাক সেরকম থাকে না। কাজেই,সুন্দরবনের কৃষকরা এখন ঝুঁকছেন গ্রীষ্মকালীন ফুলকপি চাষে।
advertisement

সুন্দরবনের কৃষকরা ১০৬ নম্বর প্রজাতির ফুলকপির চারা বসিয়ে লাভবান হচ্ছেন। একদিকে যেমন ভাল ফলন, অন্যদিকে গ্রীষ্মকালীন ফুলকপি চাষের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা খুবই কম। গ্রীষ্মে উঁচু জমিতে ফুলকপির চাষ করা হয়। চারার গোড়ায় জল দাঁড়িয়ে না গেলে ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে না। সে কারণেই উন্নত নিকাশিযুক্ত জমিতে গ্রীষ্মের ফুলকপি চাষ করা হয়।

advertisement

আমাদের রাজ্যে ৫০ টিরও বেশি প্রজাতির ফুলকপি চাষ করা হয়। তার মধ্যে অন্যতম ১০৬ নম্বর চারা। ফুলকপির ফুল সাদা রাখার জন্য কচি অবস্থায় চারদিক থেকে পাতা টেনে বেধে ফুল ঢেকে দিতে হবে, সূর্যের আলো সরাসরি ফুলে পড়লে ফুলকপির রং হলুদাভ হয়ে যাবে । সার প্রয়োগের পর পরই সারির দু’পাশের মাটি আলগা করে দিতে হবে। জমিতে জল বেশি সময় ধরে যেন জমে না থাকে, তা  খেয়াল করতে হবে। গাছ লাগানোর ৭০ থেকে ৮০ দিন পর ফসল সংগ্রহ করা যায়। ঠিকমতো সার প্রয়োগ করে চাষ করতে পারলে বিঘাপ্রতি দুই থেকে তিন টন ফুলকপি পাওয়া যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cauliflower Cultivation: গ্রীষ্মকালেও মিলবে এই ফুলকপি, চারা রোপণ করতে হবে এখনই, জেনে নিন পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল