ধনিয়াখলীর নয়ানাজুলি তে হয় ক্যাপসিকাম চাষ। একজন আরতদার কৃষকদের থেকে সরাসরি ক্যাপসিকাম কিনে তা রফতানি করছেন ভিন রাজ্যে ও বিদেশে। প্রতিদিন প্রায় ১৫ টন ক্যাপসিকাম রফতানি হচ্ছে শুধু বাংলাদেশে। দেশে বিদেশে রফতানি করে লাভের মুখ দেখছেন জেলার চাষিরা। ক্যাপসিকাম চাষ করে জেলার কৃষকরা বিঘা প্রতি দুই লক্ষ টাকা করে লাভ করছেন।
advertisement
জেলার এক ক্যাপসিকাম চাষি উত্তম দাসের কথায়, ৯০ দিনের ক্যাপসিকাম চাষে খরচ হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা। আড়তদাররা সরাসরি মাঠের চাষি দের থেকে এসে চাষের ফসল কিনে নিয়ে যায় সেই কারণেই কাঁচা টাকা আয় এর সুবিধা থাকে চাষিদের। এই বছর ফসলে পোকা লাগার কারণে উৎপাদন আগে থেকে একটু কম হয়েছে। তবে ক্ষতির মুখ দেখতে হয়নি চাষিদের। সবার বৈশাখে যদি ভালো বৃষ্টি হয় তাহলে আরো এক মাস এই ক্যাপসিকাম উৎপাদন হবে। ফলে আর একটু বেশি লাভ হবে চাষিদের।
রাহী হালদার