স্টেট ব্যাঙ্ক তাদের ট্যুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানিয়েছে ৷ দেখে নিন কোন নম্বরে ফোন করলে এই সুবিধা পাওয়া যাবে ৷
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের দাম জারি করল IOCL, দেখে নিন আপনার শহরে কত হল
এই নম্বরে করতে হবে কল-
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অর্থাৎ এসবিআই তাদের গ্রাহকদের মোবাইলের মাধ্যমে একাধিক পরিষেবা দিয়ে থাকে ৷ এখন গ্রাহকরা বাড়িতে বসে একটি ফোন নম্বরে কল করে বিভিন্ন পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷ স্টেট ব্যাঙ্কের 1800 1234 টোল ফ্রি নম্বরে ফোন করে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ৷
advertisement
দেখে নিন কী কী সুবিধা মিলবে -
- এই নম্বরে মেসেজ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন
- টোল ফ্রি নম্বরে কল করে এটিএম কার্ড ফের ইস্যু করতে পারবেন
- এছাড়া বর্তমান এটিএম কার্ড ব্লক করতে পারবেন
- এই নম্বরের সাহায্যে এটিএম-এর পিন নম্বর বানাতে পারবেন
- এটিএম কার্ড ব্লক করার পর নতুন এটিএম কার্ডের জন্য এই নম্বর থেকে সাহায্য নিতে পারবেন
আরও পড়ুন-ঘরের মেঝে খুঁড়তেই প্রকাশ্যে রহস্যে মোড়া গুহা, বেরিয়ে এল ১০০ বছরের পুরনো ইতিহাস!
স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই পরিষেবার জেরে গ্রাহকরা কারোর সংস্পর্শে না এসে বাড়ি থেকেই ব্যাঙ্কের একাধিক কাজ সেরে ফেলতে পারবেন ৷