আরও পড়ুন: ডিজিটাল গোল্ডে কেন বিনিয়োগ করবেন? দেদার টাকা ছাড়াও রয়েছে কারণ
সবচেয়ে সস্তা ও দামি পলিসি - বয়স অনুযায়ী প্রিমিয়ামের টাকা বেশি বা কম হয় ৷ পাশাপাশি এর মধ্যে সামিল রাইডার ও সুবিধার জেরে দামের পার্থক্য হয়ে থাকে ৷ আনুমানিক ৭৫ বছরের ব্যক্তির জন্য ১০ লক্ষ টাকার বিমার সবচেয়ে সস্তা পলিসি ২৭০০০ টাকায় এবং সবচেয়ে দামি পলিসি ৯৯,০০০ টাকায় চলে আসবে ৷ যে পলিসিতে কো-পেমেন্টের মতো শর্ত নেই সেগুলির প্রিমিয়াম বেশি হয়ে থাকে ৷
advertisement
আরও পড়ুন: সুখবর! এবার বিনা গ্যারেন্টিতে পেয়ে যাবেন ১.৬০ লক্ষ টাকার লোন ...
স্বাস্থ্যের উপর নির্ভর করে- কোনও প্রবীণ নাগরিকের আগে থেকে কোনও শারীরিক সমস্যা থাকে সে ক্ষেত্রে প্রিমিয়াম বেশি হয় ৷ অর্থাৎ আপনি যদি ৭৫ বছর বয়সে একটি পলিসি কিনে থাকেন এবং আপনার ডায়াবেটিসের গুরুতর সমস্যা থাকে, তাহলে বিমা কোম্পানি তার মূল্য ১০০ থেকে ১৫০ শতাংশ বাড়িয়ে দিতে পারে।
আরও পড়ুন: নয়ডা-লখনউতে সস্তা হল পেট্রোল, দেখে নিন কলকাতায় কত...
প্রত্যেক তিন বছরে বাড়তে থাকবে প্রিমিয়াম- অনুমান করা হয় যে প্রত্যেক ৩ বছর অন্তর হেলথ ইনস্যুরেন্স পলিসির প্রিমিয়াম ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে ৷ ৬০ থেকে ৮০ বছরের ব্যক্তির ক্ষেত্রে এই প্রিমিয়াম বছরে ৪-৫ শতাংশ হিসেবে বেড়ে থাকে ৷ প্রবীণ নাগরিকের কোনও গুরুতর শারীরিক সমস্যা থাকলে সে ক্ষেত্রে হেলথ ইনস্যুরেন্স কিনতে সমস্যায় পড়তে হতে পারে ৷