TRENDING:

Health Insurance Premium: বাড়ির বয়স্কদের স্বাস্থ্য বিমা করাবেন ? দেখে নিন কত টাকা প্রিমিয়াম দিতে হবে ....

Last Updated:

Health Insurance Premium: কোনও প্রবীণ নাগরিকের আগে থেকে কোনও শারীরিক সমস্যা থাকে সে ক্ষেত্রে প্রিমিয়াম বেশি হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আপনিও কী বাবা-মা, দাদু-দিদিমা বা ঠাকুরদা-ঠাকুমার স্বাস্থ্য বিমা কেনার পরিকল্পনা করছেন ? তাহলে কেবল কভারেজ নয় বরং প্রিমিয়ামের বিষয়েও খতিয়ে দেখে নিন ৷ ৬০ বছরের আশপাশে বয়স হলে মোট বিমার টাকার ২.৫ শতাংশ পর্যন্ত প্রিমিয়াম রাখাই ভালো ৷ এই ভাবে যদি ব্যক্তি বয়স ৮০ বছরের কাছাকাছি হয় তাহলে মোট সাম অ্যাসিউয়র্ডের ৯ শতাংশ পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে ৷ পলিসি বাজারের প্রধান অমিত ছাবড়া জানিয়েছেন,‘বেশিরভাগ সময় প্রবীণ নাগরিকদের জন্য প্রিমিয়াম বিমার টাকার ১০ শতাংশের বেশি হওয়া উচিত নয় ৷’
advertisement

আরও পড়ুন:  ডিজিটাল গোল্ডে কেন বিনিয়োগ করবেন? দেদার টাকা ছাড়াও রয়েছে কারণ

সবচেয়ে সস্তা ও দামি পলিসি - বয়স অনুযায়ী প্রিমিয়ামের টাকা বেশি বা কম হয় ৷ পাশাপাশি এর মধ্যে সামিল রাইডার ও সুবিধার জেরে দামের পার্থক্য হয়ে থাকে ৷ আনুমানিক ৭৫ বছরের ব্যক্তির জন্য ১০ লক্ষ টাকার বিমার সবচেয়ে সস্তা পলিসি ২৭০০০ টাকায় এবং সবচেয়ে দামি পলিসি ৯৯,০০০ টাকায় চলে আসবে ৷ যে পলিসিতে কো-পেমেন্টের মতো শর্ত নেই সেগুলির প্রিমিয়াম বেশি হয়ে থাকে ৷

advertisement

আরও পড়ুন: সুখবর! এবার বিনা গ্যারেন্টিতে পেয়ে যাবেন ১.৬০ লক্ষ টাকার লোন ...

স্বাস্থ্যের উপর নির্ভর করে- কোনও প্রবীণ নাগরিকের আগে থেকে কোনও শারীরিক সমস্যা থাকে সে ক্ষেত্রে প্রিমিয়াম বেশি হয় ৷ অর্থাৎ আপনি যদি ৭৫ বছর বয়সে একটি পলিসি কিনে থাকেন এবং আপনার ডায়াবেটিসের গুরুতর সমস্যা থাকে, তাহলে বিমা কোম্পানি তার মূল্য ১০০ থেকে ১৫০ শতাংশ বাড়িয়ে দিতে পারে।

advertisement

আরও পড়ুন: নয়ডা-লখনউতে সস্তা হল পেট্রোল, দেখে নিন কলকাতায় কত...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রত্যেক তিন বছরে বাড়তে থাকবে প্রিমিয়াম- অনুমান করা হয় যে প্রত্যেক ৩ বছর অন্তর হেলথ ইনস্যুরেন্স পলিসির প্রিমিয়াম ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে ৷ ৬০ থেকে ৮০ বছরের ব্যক্তির ক্ষেত্রে এই প্রিমিয়াম বছরে ৪-৫ শতাংশ হিসেবে বেড়ে থাকে ৷ প্রবীণ নাগরিকের কোনও গুরুতর শারীরিক সমস্যা থাকলে সে ক্ষেত্রে হেলথ ইনস্যুরেন্স কিনতে সমস্যায় পড়তে হতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Health Insurance Premium: বাড়ির বয়স্কদের স্বাস্থ্য বিমা করাবেন ? দেখে নিন কত টাকা প্রিমিয়াম দিতে হবে ....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল