আরও পড়ুন: দিওয়ালিতে ফের দাম বাড়বে LPG সিলিন্ডারের! জুলাই থেকে এখনও পর্যন্ত ৯০ টাকা বেড়েছে গ্যাসের দাম
গত বছর অক্টোবর মাসে সোনার দামের নিরিখে বর্তমানে সোনা ৪০০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ৷ ২০২০ সালে ২৮ অক্টোবর এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৫২২২০ টাকা ছিল, আজ সোনা পাওয়া যাচ্ছে ৪৭,৯৭১ টাকায় ৷ অর্থাৎ আজ সোনা কিনলে ৪২৪৯ টাকা সস্তায় পেয়ে যাবেন ৷
advertisement
আরও পড়ুন: পঞ্জিকা ২৮ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
মিসড কল দিয়ে জেনে নিন সোনার দাম-
এখন বাড়িতে বসেই সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল দেওয়ার পর আপনার মোবাইলে সোনার লেটেস্ট দামের মেসেজ চলে আসবে ৷
আরও পড়ুন: সাধারনের জন্য বড় ধাক্কা! ১২০ টাকা পেরোল পেট্রোলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল....
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা -
গ্রাহকরা যাতে সোনার শুদ্ধতা যাচাই করে নিতে পারেন তাই কেন্দ্র সরকারের তরফে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে ৷ ‘BIS Care app’ এর মাধ্যমে সোনার শুদ্ধতা যাচাই করা যাবে ৷ এর পাশাপাশি সোনা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলেও এর মাধ্যমে জানানো যাবে ৷ এই অ্যাপে জিনিসের লাইসেন্স, রেজিস্ট্রেশন বা হলমার্কিং ভুল পাওয়া গেলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷