হলে তা অস্বীকার করা যাবে না ঠিকই, তবে এই কথাও পাশ কাটিয়ে যাওয়া যাবে না যে এই ভ্যালেন্টাইন্স উইকে আমরা সবাই প্রায় নানা ভাবে সিন্দুক ভরিয়েছি ব্যবসায়ীদের। এতে দোষের কিছু নেই, মনের মতো জিনিস তাঁরা এনে দিচ্ছেন বলেই তো মুখে হাসি ফুটছে সঙ্গী বা সঙ্গিনীর।
আরও পড়ুন: শুরুতেই সুপার হিট এলআইসি-র এই স্কিম, ১৫ দিনে বিক্রি ৫০ হাজার, আপনি নিয়েছেন?
advertisement
তবে ওই- বাজার এখন প্রতিযোগিতার! তার সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন বেড়ে চলেছে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন। খুব স্বাভাবিক- সারা বছর যে সম্পর্ক দিচ্ছে উষ্ণতার আমেজ, তাকে তো কয়েক দিন বিশেষ ভাবে রাখতেই হয়। দেশের বহু মানুষের কাছে তাই ভ্যালেন্টাইন্স ডে হয়ে উঠেছে উপার্জনের উপায়।
এই পথে সামিল হতে পারি আমরা সবাই। তবে ব্যবসা অভিনব হলে তবেই কিন্তু সার্থকতা আসবে- স্রেফ ফুল, চকোলেট, উপহারের ডালি সাজিয়ে এই বাজারে জায়গা করা মুশকিল। তাই সঙ্গে থাক দুই অভিনব ব্যবসার পরিকল্পনা, যা গ্রাহক ভালবাসবেন তাঁর মনের মানুষের মতোই!
আরও পড়ুন: ভারতীয়দের পছন্দের গন্তব্য দক্ষিণ আফ্রিকা! সাধ্যের মধ্যে বেড়ানোর সেরা ডেস্টিনেশন
গিফট র্যাপিং
অবাক হলে অনেকেই ভুল করবেন! খুব সহজ এই ব্যবসার অভিনবত্ব কোথায়, সেটাই এবার ধরিয়ে দেওয়া যাক। উপহারের মূল কথা কিন্তু চমক। সেই চমক তখনই মেলে যখন মোড়কটাও নজরকাড়া হয়। এবার একটু ভেবে দেখা যাক- ভাল দেখতে একটা র্যাপিং পেপার কি বাজারে খুব সুলভ? সব দোকানেই থাকে প্রায় এক জিনিস। এই সুযোগ কাজে লাগিয়ে নিজের অনলাইন স্টোর ভরে তোলা যাক নানা ডিজাইনের র্যাপিং পেপারে, চাইলে নিজের ডিজাইনও প্রিন্ট আউট করা যায়। বিক্রি বাড়বেই, সেই সঙ্গে চাইলে উপহারটা মুড়ে সাজিয়ে দেওয়ার পরিষেবাও দেওয়া যায়। গ্রাহক এটুকু খরচ করবেনই, ফিরেও আসবেন বার বার।
প্রেমের গাইড
আর কে নারায়ণের গাইড বইটার কথা মনে পড়ে? যেখানে গাইড রাজুর ভালবাসায় মন ভিজেছিল নর্তকী রোজির? পথ যে দেখায় আসলে, তাকে ভাল না বেসে উপায়ও থাকে না। ভিড়ে ঠাসা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন এড়িয়ে যেতে চাইবেন অনেকেই, তাঁদের জন্য শুরু করা যায় ভার্চুয়াল ট্যুরের ব্যবসা। করোনাকাল থেকেই এই ব্যবসা সবার মন জয় করেছে, তবে তার বিকাশের ক্ষেত্র এখনও প্রায় কুমারী। ভালবাসার সপ্তাহে গোলাপ যখন প্রস্ফুটিত হবে, তখনই বিকশিত হবে এই ব্যবসাও। সব থেকে বড় কথা, শুধু একসঙ্গে থাকা জুটিই নয়, লং টার্ম রিলেশনশিপে থাকা মানুষদেরও ভালবাসার আশ্রয় হবে এই ভার্চুয়াল ট্যুর।