দেশে ক্রমশ নানা ধরনের, বিশেষ করে ভেষজ শ্যাম্পু , বডি ওয়াশ, ডিটারজেন্টের চাহিদা বাড়ছে, অ্যারোমাথেরাপি সম্পর্কিত শুধুই সুগন্ধি বডিওয়াশের চাহিদাও কম কিছু নয়। সেই থেকেই এই নিত্য প্রয়োজনীয় জিনিস বানানোর পরিকল্পনা নেন শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা সুব্রত রানা।
আরও পড়ুন: বড় খবর, ২০ বছর পর ৫০:৫০ অনুপাতে হবে রাজ্যে ICDS নিয়োগ! রায় হাইকোর্টের
advertisement
বর্তমানে বহু মানুষ ব্যবসার দিকে ঝুঁকছেন। করোনার জেরে অনেকে চাকরিহারা ও বেশ কিছু ব্যবসা বন্ধ হওয়ার পরে বহু ব্যক্তি নিজেরাই ব্যবসা শুরু করতে আগ্রহী হয়ে উঠেছেন। সেই সময় বাড়িতে বসে এই জিনিস তৈরির পরিকল্পনা নেন সুব্রত। এটি এমন একটি ব্যবসা যা থেকে মোটা টাকা উপার্জন করা সম্ভব। শ্যাম্পু, বডি ওয়াশ, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার এগুলি এমন একটি পণ্য, যা কিনা প্রতিটি বাড়িতে ব্যবহৃত হয়। ফলে এর চাহিদা থাকে সবসময়।
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে মারাত্মক কাণ্ড, আত্মঘাতী এক যাত্রী! কে তিনি জানেন?
এছাড়াও, আর একটি দারুণ ব্যাপার হল মাত্র সামান্য কিছু টাকা খরচ করেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। ঘরে বসেই এই ব্যবসা শুরু করতে পারবেন আপনি। খুব বেশি অর্থের প্রযোজন হবে না। এছাড়া, মুদ্রা যোজনার আওতায় এই ব্যবসার জন্য লোনও নেওয়া যেতে পারে। তার তৈরি বডি ওয়াশ, শ্যাম্পু মানুষেরা ভীষণ পছন্দ করেছেন বলেই তিনি দাবি করছেন। নিজের পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবদের এই প্রোডাক্ট দিয়ে তিনি এই ব্যবসা শুরু করেছিলেন। এখন তার তৈরি জিনিসের চাহিদা গুণ বেশি অনেক বেশি এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হচ্ছে।
সুব্রত বলেন, “আমার এই ব্যবসাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবার ইচ্ছে রয়েছে। কেউ যদি কাস্টমাইজ ভাবে এগুলো জিনিস তৈরি করতে চায় আমি সেভাবেও তৈরি করে দিই। আমার এখানে কোন কেমিক্যাল জাতীয় দ্রব্য ব্যবহার করা হয় না।” বর্তমানে সংস্থা ভিন্ন জায়গায় স্টল দিয়ে নিজেদের প্রোডাক্ট বিক্রি করছে। এগুলি শুধু বিক্রি বৃদ্ধি করেনি, পাশাপাশি ব্যবসায় লাভের মার্জিনও বেড়েছে।
অনির্বাণ রায়