আপনার মধ্যে যদি একজন শিল্পী বাস করেন তাহলে এই ব্যবসা আপনার জন্য আদর্শ। যদি কোনও সৃষ্টি আপনাকে আনন্দ দেয়, যদি আপনার কল্পনা শক্তির ওপর আপনার আস্থা থাকে তাহলে অবশ্যই আপনি এই কাজের উপযুক্ত । শিলিগুড়ির চম্পাসারির বাসিন্দা মৌমিতা দত্ত ৮ বছর আগে এই ফ্যাশন জুয়েলারির ব্যবসা শুরু করেছিলেন। কলকাতার গড়িয়া থেকে তিনি এই ব্যবসার সূত্রপাত করেছিলেন।
advertisement
আজ কলকাতা তো বটেই উত্তরবঙ্গ-সহ বিভিন্ন জায়গায় তার যথেষ্ট নাম ডাক রয়েছে। খুবই সামান্য পুঁজি নিয়ে এই ব্যবসায় নামা যায়। মৌমিতা বলেন, এই ব্যবসা করতে লাগে খুব অল্প টাকা । শুরু করতে পারবেন নিজের জমানো টাকা দিয়ে দিয়ে ।আনুমানিক ২৫০০ থেকে ৫০০০ টাকাতেই করতে শুরু করতে পারবেন এই ব্যবসা । নিজের ব্যবসা শুরু করার জন্য জানতে হবে কিভাবে বানায় এই ধরণের গহনা । সাধারণ গহনা থেকে শুরু করে অভূতপূর্ব ও অনন্য ডিজাইন বানাতে জানতে হবে । ডিজাইন যত নতুন হবে যত ভিন্ন হবে তত আপনার কাছে বাড়বে চাহিদা ।
কোনও বিশেষজ্ঞের থেকে শিখে নিলে ব্যবসার শুরু করতে এবং ব্যবসার প্রসার বাড়াতে সুবিধা হবে । আর সবথেকে প্রধান জিনিস হল কাঁচামাল । জানতে হবে কত রকমের কাঁচামাল হয় , কোনটা কার সঙ্গে মানানসই হবে বা কোথায় কিনতে পাবেন ।হরেক প্রকারের কাঁচামাল দরকার হয় – যেমন পুথি, কাঠ, সুতো, পাথর, ধাতু, Oxidised, কুন্দন ইত্যাদি । মৌমিতা কথায়, সময়ের সঙ্গে নিজের ভাবনাকেও বদলাতে হবে। ট্রেন্ডের সঙ্গে চলতে হবে তবেই ব্যবসা দারুণ ভাবে চলবে।
অনির্বাণ রায়





