এবার কৃষিকাজেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ। জমিতে কীটনাশক স্প্রে করার জন্য আর মাঠে নামার প্রয়োজন হবেনা। ড্রোনের মাধ্যমেই হবে সম্পূর্ণ কাজ। ড্রোনের সাহায্যে অল্প সময়ের মধ্যে একাধিক জমি স্প্রে করা সম্ভব হবে।
ডিজিসিএ অনুমোদিত পাইলট সুমন কর্মকারের কথায়, ড্রোন দিয়ে স্প্রে করলে প্রত্যেকদিন ৩০ বিঘা জমি স্প্রে করা সম্ভব হবে। পাঁচ মিনিটের মধ্যেই এক একর জমি স্প্রে করা হয়ে যাবে। আবার অনেক সময় সাপে কামড়ানোর জন্য জমিতে অনেক মানুষ মারা যান, এখানে সেই বড় বিপদের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন-আঁতুড় কাটতেই বিরাট ভোলবদল…! মেয়ের থেকে দূরে গিয়ে এটা কী করলেন শ্রীময়ী? দেখলে চমক উঠবেন
সুমন কর্মকার এই বিষয়ে আরও জানিয়েছেন, “পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে এই ড্রোনের দাম রয়েছে সাত লক্ষ টাকা। এর মধ্যে থেকে তিন লক্ষ টাকা সরকার সাবসিটি দিচ্ছে। চাষিরা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবেও এই ড্রোন ক্রয় করতে পারবেন। যেখান থেকে ড্রোন পারচেজ করা হবে সেখান থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই ড্রোন দিয়ে ভাড়া খাটানো সম্ভব, তবে সেক্ষেত্রে ডিজিসিএ অনুমোদিত লাইসেন্স লাগবে। “
চাষিদের কথায় কৃষিকাজেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন রয়েছে। তার কারণ বর্তমানে লেবার পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে সাপে কামড়ানোর ভয় থেকেই যায়। তাছাড়া ভিন্ন ভিন্ন সিজেনে আলাদা আলাদা পোকার আক্রমণও হচ্ছে জমিতে। যে কারণে ফসলের উৎপাদনও কমে যাচ্ছে। তাই চাষিদের মতে ট্রাক্টর, ধান কাটা মেশিনের মত, স্প্রে করার ক্ষেত্রে ড্রোন ব্যবহারেরও প্রয়োজন রয়েছে। সবমিলিয়ে এইসময় ড্রোন নিয়ে শুরু করা যেতে পরে ব্যবসা। চাহিদাও থাকবে তুঙ্গে এবং রোজগারও হবে মোটা টাকা।
বনোয়ারীলাল চৌধুরী