TRENDING:

Business Idea: আর করতে হবে না চাকরি! এই ব্যবসা করলেই রাতারাতি 'মালামাল', বাড়িতেই হাজার হাজার টাকা আয়, সারাবছর বিরাট চাহিদা

Last Updated:

Business Idea: বর্তমানে অনেকেই চাকরি ছেড়ে ব্যবসার মাধ্যমে সাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। কেউ আবার চাকরির পাশাপাশি বাড়তি উপার্জনের জন্য বাড়িতেই ছোটখাটো ব্যবসা শুরু করছেন। পিছিয়ে নেই মহিলারা। ঠিকঠাক ভাবে এই ব্যবসা চালাতে পারলে মাসে হাজার হাজার টাকা লাভ করা সম্ভব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: বর্তমানে অনেকেই চাকরি ছেড়ে ব্যবসার মাধ্যমে সাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। কেউ আবার চাকরির পাশাপাশি বাড়তি উপার্জনের জন্য বাড়িতেই ছোটখাটো ব্যবসা শুরু করছেন। পিছিয়ে নেই মহিলারা। তারাও বিভিন্ন ছোট-বড় ব্যবসার মাধ্যমে সাবলম্বী হয়ে উঠছেন। সেই চেষ্টা যদি আপনারও থাকে, তাহলে অনায়াসে শুরু করতে পারেন বাতাসা তৈরির ব্যবসা।
advertisement

প্রসঙ্গত, বাতাসার চাহিদা থাকে সারাবছর। প্রায় প্রত্যেকটি বাঙালি বাড়িতেই নিত্যদিনের পুজো পাঠে বাতাসার প্রয়োজন হয়। পাশাপাশি বিভিন্ন উৎসব, পুজোর সময় এর চাহিদা অনেক বেড়ে যায়। ঠিকঠাক ভাবে এই ব্যবসা চালাতে পারলে মাসে হাজার হাজার টাকা লাভ করা সম্ভব। সহজ  প্রশিক্ষণ নিয়ে মহিলারাও এই ব্যবসা বাড়িতে শুরু করতে পারেন।

আরও পড়ুন-১০ টাকার এই কয়েন রয়েছে? মুহূর্তে বদলে যাবে ভাগ্য… বিরাট সুখবর আপনার জন্য, কী করতে হবে জানুন

advertisement

প্রথম দিকে আপনার তৈরি বাতাসার বাজার তৈরি করতে হবে। তারপর ধীরে ধীরে চাহিদা বাড়লে আপনার লাভও বাড়তে শুরু করবে। প্রথমদিকে কম বিনিয়োগে শুধুমাত্র কাঁচামাল কিনে এই ব্যবসা শুরু করা যায়। পরবর্তী ক্ষেত্রে চাহিদা বাড়লে বাতাসা তৈরির মেশিনও কেনা যেতে পারে। সেক্ষেত্রে চাহিদা অনুযায়ী জোগান দেওয়া আরও সহজ হবে। বিভিন্ন বড় বাজারে পৌঁছে যাবে আপনার তৈরি প্রোডাক্ট।

advertisement

View More

আরও পড়ুন-দিঘার সমুদ্রে দানবীয়…! ছুটে এল কাতারে কাতারে মানুষ, ভয়ঙ্কর দৃশ্য দেখলে আঁতকে উঠবেন আপনিও

প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে চাইলে বাতাসা তৈরি নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। সাধারণ বাতাসার পাশাপাশি গুড়ের বাতাসার ব্যাপক চাহিদা থাকে। তাই এই বাতাসাও তৈরি করতে পারেন আপনি। এছাড়াও বিভিন্ন রঙের, বিভিন্ন ফ্লেভারের বাতাসা তৈরি করা যায়। যেগুলি আরও সহজে ক্রেতাদের আকর্ষণ করবে। ফলে প্রতিযোগিতার মার্কেটে আপনার নিজের জায়গা তৈরি করা আরও সহজ হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: আর করতে হবে না চাকরি! এই ব্যবসা করলেই রাতারাতি 'মালামাল', বাড়িতেই হাজার হাজার টাকা আয়, সারাবছর বিরাট চাহিদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল