প্রসঙ্গত, বাতাসার চাহিদা থাকে সারাবছর। প্রায় প্রত্যেকটি বাঙালি বাড়িতেই নিত্যদিনের পুজো পাঠে বাতাসার প্রয়োজন হয়। পাশাপাশি বিভিন্ন উৎসব, পুজোর সময় এর চাহিদা অনেক বেড়ে যায়। ঠিকঠাক ভাবে এই ব্যবসা চালাতে পারলে মাসে হাজার হাজার টাকা লাভ করা সম্ভব। সহজ প্রশিক্ষণ নিয়ে মহিলারাও এই ব্যবসা বাড়িতে শুরু করতে পারেন।
আরও পড়ুন-১০ টাকার এই কয়েন রয়েছে? মুহূর্তে বদলে যাবে ভাগ্য… বিরাট সুখবর আপনার জন্য, কী করতে হবে জানুন
advertisement
প্রথম দিকে আপনার তৈরি বাতাসার বাজার তৈরি করতে হবে। তারপর ধীরে ধীরে চাহিদা বাড়লে আপনার লাভও বাড়তে শুরু করবে। প্রথমদিকে কম বিনিয়োগে শুধুমাত্র কাঁচামাল কিনে এই ব্যবসা শুরু করা যায়। পরবর্তী ক্ষেত্রে চাহিদা বাড়লে বাতাসা তৈরির মেশিনও কেনা যেতে পারে। সেক্ষেত্রে চাহিদা অনুযায়ী জোগান দেওয়া আরও সহজ হবে। বিভিন্ন বড় বাজারে পৌঁছে যাবে আপনার তৈরি প্রোডাক্ট।
আরও পড়ুন-দিঘার সমুদ্রে দানবীয়…! ছুটে এল কাতারে কাতারে মানুষ, ভয়ঙ্কর দৃশ্য দেখলে আঁতকে উঠবেন আপনিও
প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে চাইলে বাতাসা তৈরি নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। সাধারণ বাতাসার পাশাপাশি গুড়ের বাতাসার ব্যাপক চাহিদা থাকে। তাই এই বাতাসাও তৈরি করতে পারেন আপনি। এছাড়াও বিভিন্ন রঙের, বিভিন্ন ফ্লেভারের বাতাসা তৈরি করা যায়। যেগুলি আরও সহজে ক্রেতাদের আকর্ষণ করবে। ফলে প্রতিযোগিতার মার্কেটে আপনার নিজের জায়গা তৈরি করা আরও সহজ হবে।
নয়ন ঘোষ