আরও পড়ুন: কাপড়ের ডাকটিকিট কখনও দেখেছেন? অতি দুষ্প্রাপ্য এই জিনিসটি দেখতে এখানে আসতে হবে
অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ছেড়ে এখন বাঁশ দিয়ে তৈরি হচ্ছে টিফিন বক্স, ফুলদানি, কলমদানি সহ হরেকরকম সামগ্রী। পরিবেশবান্ধব এই টিফিন বক্স তৈরি করে বর্তমানে স্বনির্ভর হচ্ছেন গ্রামের বহু মহিলা। বিভিন্ন মেলায় মেলায় এখন চাহিদা বাড়ছে বাঁশের টিফিন বক্স সহ অন্যান্য বাঁশের সামগ্রীর।
advertisement
গ্রামেগঞ্জে দৈনন্দিন জীবনে নানা কাজে বাঁশকে ব্যবহার করা হয়। বাঁশের তৈরি হাতা, খুন্তি আমরা আগেই দেখেছি। এবার গ্রাম গঞ্জের মহিলারাই তৈরি করছেন বাঁশের তৈরি টিফিন বক্স, কলমদানি, ঝুড়ি, ফুলদানি সহ বিভিন্ন ধরনের উপকরণ। বাজার চলতি প্লাস্টিক বা স্টিল বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি সামগ্রীকে অনায়াসে টেক্কা দেবে এই বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। দীর্ঘদিন ধরে তা বানিয়ে স্বনির্ভর হয়ে উঠেছেন হেওতা মণ্ডল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের বাসিন্দা হেওতা মণ্ডল। তিনি আঠারো বছর ধরে এই বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী বানিয়ে চলছে। হাট থেকে বাঁশ কিনে তাঁরা এই সামগ্রীগুলো তৈরি করেন। তাঁর হাতের তৈরি এই বাঁশের সামগ্রী চেন্নাই, মুম্বই, দিল্লি সহ বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এই বাঁশের সামগ্রীগুলো ১৫০ টাকা থেকে ৩০০ টাকা দামে বিক্রি হয়। হেওতা মণ্ডল জানান, মাত্র ২,০০০ টাকা পুঁজি নিয়ে তিনি এই কাজে নেমেছিলেন। বর্তমানে এই রোজগার দিয়েই তাঁর সবকিছু চলছে।
পিয়া গুপ্তা