অল্প পরিশ্রম করে অনেকখানি আয় হচ্ছে এই চাষ থেকে। এ বিষয়ে চাষিরা বলেন , অনেক বছর থেকে তারা এই চাষ করছেন। বিকল্প হিসেবে এই চাষ যথেষ্ট জনপ্রিয়। কৃষি দফতরের পক্ষ থেকে তাদেরকে বাদামের বীজ দেওয়া হয়। মোটের উপর তাদের ফলন হয়েছে। বৃষ্টি কম হওয়ার কারণে এ-বছর তাদের বাদাম চাষেও কিছুটা কম লাভ হবে। যে সময় জমিতে বাদাম লাগানোর কথা ছিল সেই সময় বাদাম লাগানো হয়ে ওঠেনি।
advertisement
তাই ফলনে কিছুটা হলেও ঘাটতি থাকবে। তবুও তারা আশা করে আছেন যদি কিছুটা হলেও লাভের মুখ দেখা যেতে পারে। বাদাম যথেষ্ট অর্থকারী একটি ফসল। কমবেশি সারা বছরই বাদামের চাহিদা থাকে। এ বাদাম চাষ বর্তমানে জনপ্রিয় একটি চাষ। এই চাষ করতে গেলে খুব বেশি পরিশ্রম করতে হয় না।
কম খরচ ও কম পরিশ্রমে অধিক লাভ পাওয়া যায়। এই চাষিরা এই চাষsর দিকে অনেকটাই ঝুঁকছেন। এ বছরও পুরুলিয়ার বেশ কিছু সংখ্যক চাষি এই চাষ করেছেন। লাভের আশায় রয়েছেন তারা।
শর্মিষ্ঠা ব্যানার্জি