ড্রাগন চাষি কোলিন বর্মন জানান, “বছরের এই মরসুম ড্রাগন চাষের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। মূলত এই বর্ষার মরসুম থেকেই ড্রাগন গাছে ফুল ও ফল আসতে শুরু করে। তাই এই সময় গাছের খেয়াল বিশেষ খেয়াল রাখতে হবে। তবেই গাছে ফল আসবে অনেক বেশি। এছাড়া ফল বিক্রি করে লাভের মাত্রা পাবেন কৃষক অনেক বেশি। এই সময় বৃষ্টি থাকে প্রায় বেশিরভাগ সময়। তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে ড্রাগন চাষের জমিতে জল আটকে না পড়ে। এছাড়া গাছের গোড়ার মাটি যাতে ধুয়ে না যায়।”
advertisement
আরও পড়ুন: লাখ লাখ টাকা আয়…! বর্ষার মরশুমে এই ফুল চাষই বদলে দেবে জীবন!
তিনি আরও জানান, “এই সময় গাছের গোড়ার ভুট্টা গাছের খোসা বা পাতা দেওয়া ভাল। ফলে বর্ষায় এই পাতা গাছের গোড়ার মাটি ধুয়ে যেতে দেবে না। এছাড়া পাতা পচে গিয়ে জৈব সারের কাজ করবে। এই মরসুমে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়। তাই ১৫ দিন অন্তর অন্তর ছত্রাক নাশক স্প্রে করা উচিত। আর তিন মাসে একবার গাছের গোড়ার সারের চাপান দেওয়া উচিত।” অভিজ্ঞ কৃষি বিশেষজ্ঞ অমল রায় জানান, “ড্রাগন চাষে অনেক লাভ পাওয়া যায়। তবে আগে চাষের বিষয়ে জেনে নেওয়া উচিত।”
বর্তমানে এই চাষ বেশ লাভজনক চাষ। তাই রাজ্যের বহু কৃষক এই সময় অন্যান্য চাষের চাইতে ড্রাগন চাষ করতে বেশি পছন্দ করছেন। তবে এই চাষ শুরু করার আগেই অবশ্যই চাষের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত। তবে বর্ষার সময় এই চাষে এই বিষয়গুলি বিশেষভাবে খেয়াল রাখলে লাভের মাত্রা বেশি পাওয়া সম্ভব খুব সহজেই।
Sarthak Pandit