TRENDING:

Business Idea: এককালীন খরচে বছরের পর বছর শুধুই মুনাফা, এই একটা চাষেই 'জ্যাকপট', লাখ লাখ টাকা লাভ

Last Updated:

Business Idea: বছরের এই মরসুম ড্রাগন চাষের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। মূলত এই বর্ষার মরসুম থেকেই ড্রাগন গাছে ফুল ও ফল আসতে শুরু করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বর্তমান সময়ে গতানুগতিক চাষের চাইতে কৃষকেরা আলাদা ধরনের চাষ করতে বেশি পছন্দ করেন। যাতে খাটনি ও সময় লাগে কম এবং লাভের মাত্রা থাকে অনেকটাই বেশি। এমনই কোচবিহারের এক কৃষক দীর্ঘ সময় ধরে এক বিশেষ ধরনের ফলের চাষ করছেন। অনেকটা সময় আগে ব্যবসা ছেড়ে ইন্টারনেট দেখে ড্রাগন ফলের চাষ শুরু করেন তিনি। চাষ শুরু করার পর থেকেই লাভবান হচ্ছেন তিনি। তবে বছরের এই মরসুমে ড্রাগন চাষে রাখতে হয় বিশেষ খেয়াল। ড্রাগন চাষি এই ব্যক্তি জানাচ্ছেন এই বিষয় সম্পর্কে।
advertisement

ড্রাগন চাষি কোলিন বর্মন জানান, “বছরের এই মরসুম ড্রাগন চাষের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। মূলত এই বর্ষার মরসুম থেকেই ড্রাগন গাছে ফুল ও ফল আসতে শুরু করে। তাই এই সময় গাছের খেয়াল বিশেষ খেয়াল রাখতে হবে। তবেই গাছে ফল আসবে অনেক বেশি। এছাড়া ফল বিক্রি করে লাভের মাত্রা পাবেন কৃষক অনেক বেশি। এই সময় বৃষ্টি থাকে প্রায় বেশিরভাগ সময়। তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে ড্রাগন চাষের জমিতে জল আটকে না পড়ে। এছাড়া গাছের গোড়ার মাটি যাতে ধুয়ে না যায়।”

advertisement

আরও পড়ুন: লাখ লাখ টাকা আয়…! বর্ষার মরশুমে এই ফুল চাষই বদলে দেবে জীবন!

তিনি আরও জানান, “এই সময় গাছের গোড়ার ভুট্টা গাছের খোসা বা পাতা দেওয়া ভাল। ফলে বর্ষায় এই পাতা গাছের গোড়ার মাটি ধুয়ে যেতে দেবে না। এছাড়া পাতা পচে গিয়ে জৈব সারের কাজ করবে। এই মরসুমে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়। তাই ১৫ দিন অন্তর অন্তর ছত্রাক নাশক স্প্রে করা উচিত। আর তিন মাসে একবার গাছের গোড়ার সারের চাপান দেওয়া উচিত।” অভিজ্ঞ কৃষি বিশেষজ্ঞ অমল রায় জানান, “ড্রাগন চাষে অনেক লাভ পাওয়া যায়। তবে আগে চাষের বিষয়ে জেনে নেওয়া উচিত।”

advertisement

View More

আরও পড়ুন: জাতীয় সড়ক ১৭-এর উপর দিয়ে যাতায়াত করেন! এবার এই নিয়ম না মানলেই টুক করে উঠবে ছবি, গুণতে হবে মোটা টাকার ফাইন

বর্তমানে এই চাষ বেশ লাভজনক চাষ। তাই রাজ্যের বহু কৃষক এই সময় অন্যান্য চাষের চাইতে ড্রাগন চাষ করতে বেশি পছন্দ করছেন। তবে এই চাষ শুরু করার আগেই অবশ্যই চাষের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত। তবে বর্ষার সময় এই চাষে এই বিষয়গুলি বিশেষভাবে খেয়াল রাখলে লাভের মাত্রা বেশি পাওয়া সম্ভব খুব সহজেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: এককালীন খরচে বছরের পর বছর শুধুই মুনাফা, এই একটা চাষেই 'জ্যাকপট', লাখ লাখ টাকা লাভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল