TRENDING:

Business Idea: কম খরচে তিনগুণ উপার্জন! দুর্গাপুরের চাষিরা সস্তার ড্রাই ফ্রুট চাষেই লাভ করছেন প্রচুর টাকা

Last Updated:

দামোদর ও অজয় নদের ধারে উর্বর বেলে-দোঁআশ মাটিতে ফলন ভালই হচ্ছে। বাজারে মিলছে ভাল দামও। পাশাপাশি বাদাম চাষে মাটির উর্বরতাও বৃদ্ধি পায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার: দামোদর ও অজয় নদের ধারে উর্বর বেলে-দোঁআশ মাটিতে ব্যাপক হারে ফলছে চিনা বাদাম। ধানের মতো প্রচলিত ফসলের তুলনায় উৎপাদন খরচও যেমন কম, তেমনই পরিশ্রমও কম হওয়ায় চিনা বাদাম চাষের দিকে ঝুঁকছেন দুর্গাপুরের কৃষকরা। এলাকার পুরুষ চাষি থেকে মহিলারাও এই চাষের কাজে নিযুক্ত হয়ে ভাল আয় করছেন। তাই বাদাম চাষ করে বেশ লাভবান হচ্ছেন মহিলা থেকে পুরুষ সকলেই। ধান চাষের থেকে অনেকগুণ বেশি লাভজনক এই বাদাম চাষ বলে দাবি কৃষকদের। তবে দুর্গাপুরের কেবল নদীর ধারের জমিগুলিই বাদাম চাষের জন্য উপযোগী। দামোদর ও অজয় নদের ধারে উর্বর বেলে-দোঁআশ মাটিতে ফলন ভালই হচ্ছে। বাজারে মিলছে ভাল দামও। পাশাপাশি বাদাম চাষে মাটির উর্বরতাও বৃদ্ধি পায়।
advertisement

তাই বাদাম তুলে নেওয়ার পর ওই জমিগুলিতে আলু-সহ নানা শাকসবজির চাষাবাদ বেশ ভাল হচ্ছে। দুর্গাপুরের কাঁকসা এলাকার কৃষকদের দাবি, চিনা বাদাম চাষে কম খরচে ভাল আয় করা সম্ভব। ধানের মতো প্রচলিত ফসলের তুলনায় চিনা বাদাম চাষে কম খরচে বেশি লাভ করা সম্ভব হচ্ছে। বাজারে চিনা বাদামের ভাল চাহিদা থাকায় সঠিক ফলন হলে চাষে বিনিয়োজিত অর্থ তিন চার মাসের মধ্যেই তিনগুণ বেড়ে যায় এবং সঠিক পদ্ধতিতে চাষ করলে ভাল ফলনও পাওয়া যায়।

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানের সফলতার গল্প! সুন্দরবনের শিশুদের জন্য বিশেষ কাজ এনে দিল জাতীয় সম্মান, কুর্নিশ জানাচ্ছেন সবাই

View More

গম, তিল, অড়হর এবং আউশ ধানের সঙ্গে ‘সাথী ফসল’ হিসেবে চাষ করার যায় চিনা বাদাম। এছাড়াও রবি ও খরিফ উভয় মরশুমেই চাষ হচ্ছে। আশ্বিন মাসের মাঝামাঝি থেকে কার্তিক মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রবি মরশুম এবং খরিফ মরশুম অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের মাঝামাঝি সময়ে বাদাম চাষ করছেন পশ্চিম বর্ধমানের এই এলাকার কৃষকরা।মুবারক গঞ্জের কৃষ্ণক বাপি রুইদাস জানান, তিনি চলতি মরশুমে দু’বিঘা জমিতে চিনা বাদাম চাষ করেছেন। এখন জমি থেকে ফসল তুলতে শুরু করেছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
উপার্জনের নয়া দিশা, চোরাচালানকারীদের যম, দুই-ই হয়ে উঠবে মৌমাছি! বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে BSF
আরও দেখুন

ধান আবাদ করে লাভ তো দূরের কথা খরচের টাকা তুলতেই হিমশিম খেতে হয়। তাই তিনি সহ ওই এলাকার অধিকাংশ কৃষক বাদাম চাষ করেন। প্রায় ১০০ বিঘা জমিতে চাষ হচ্ছে ওই এলাকায়। এছাড়াও কাঁকসা ও গলসি ব্লকে শতাধিক কৃষক বাদাম চাষ করেন। দাম ও ফলন দুটোই ভাল হওয়ায় পশ্চিম বর্ধমান জেলার কৃষকরা বাদাম চাষে বিশেষ করে আগ্রহী হচ্ছেন। এতে কৃষকদের পাশাপাশি এলাকার মহিলাদের মুখেও হাসি ফুটছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: কম খরচে তিনগুণ উপার্জন! দুর্গাপুরের চাষিরা সস্তার ড্রাই ফ্রুট চাষেই লাভ করছেন প্রচুর টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল