প্রাচীনকাল থেকেই পানের সঙ্গে সুপারি ও চুন মিশিয়ে খিলি খাওয়ার অভ্যাস অনেকের। বর্তমান প্রজন্মেও বহু মানুষের মধ্যেই পান খাওয়ার ধারাবাহিকতা রয়েছে। এছাড়াও শুভ অনুষ্ঠান বিয়ে হোক বা পুজো পান ও সুপারি ছাড়া চলেই না। তাই বাজারে এই সুপারির চাহিদা সারা বছর থাকে।
আরও পড়ুন: এমন দৃশ্য আপনি হয়তো কোনওদিন দেখেননি! ঘূর্ণিঝড় দানা এত ভয়াবহ? দেখুন কী কাণ্ড
advertisement
এক একটি গোটা সুপারি ৪ টাকা থেকে ৫ টাকা দামে বিক্রি করা হয়। একটি গাছ থেকেই বছরে ১০০০ থেকে ১৫০০ সুপারি পাওয়া যায়। এমত অবস্থায় বাড়ির আশেপাশে জমি ফেলে না রেখে ১ বিঘা জমিতে চাষ করুন সুপারির। এক বিঘা জমি চাষ করে বছরে তিন লক্ষ টাকা অনায়াসেই রোজগার করতে পারবেন।
এই সুপারি গাছে তেমন জলের প্রয়োজন হয় না। ফলে খুব বেশি এর পরিচর্যা করার প্রয়োজন হয় না। এটি সুপারি গাছ রোপণের ২ থেকে ৩ বছর সময় লাগে। এরপর প্রতি বছর সুপারি গাছের নতুন নতুন ফল আসতে থাকে। একটি সুপারি গাছ ৭০ বছর ধরে ফল দেয়। যার কারণে এই গাছটি ভীষণ লাভজনক গাছ বলে মনে করা হয়।
পিয়া গুপ্তা