প্রায় দু’বছর করোনা মহামারীর জন্য শিল্পক্ষেত্র এবং ব্যবসাক্ষেত্র বেশ বড় লোকসানের মুখ দেখেছে। মহামারীর প্রকোপ কিছুটা কাটিয়ে উঠে, বাণিজ্যমহল যখন ঘুরে দাড়াচ্ছে, তাদের দিকে আরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। অর্থ মন্ত্রক ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর তাই বাজেট সম্পর্কে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে পরামর্শ চাওয়া শুরু করেছে অর্থ মন্ত্রক। আপাতত শিল্প ও ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। শিল্প ও ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে কর সংক্রান্ত পরামর্শ চাওয়ার পর মনে করা হচ্ছে আগামী বাজেটে শিল্পক্ষেত্র আবারও কর ছাড়ের স্বস্তি পেতে পারে।
advertisement
আরও পড়ুন: দীপাবলি-ধনতেরসের আগে আরও সস্তা হল সোনা, চেক করে নিন আজকের লেটেস্ট দাম
প্রত্যক্ষ ও পরোক্ষ করের বিষয়ে শিল্প ও ব্যবসায়ী সংগঠনগুলোকে ৫ নভেম্বরের মধ্যে পরামর্শ দিতে হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। পরামর্শের পাশাপাশি, শিল্প ও ব্যবসায়ী সংগঠনগুলোকে তাদের চাহিদাও মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। যুক্তিযুক্ত মনে হলে, সেগুলো সাধারণ বাজেটে অন্তর্ভুক্ত করা হতে পারে।
মন্ত্রক বলেছে যে এই পরামর্শ এবং প্রস্তাবগুলি আগামী অর্থবছর ২০২৩-২৪ এর জন্য কেন্দ্রীয় বাজেট প্রস্তুত করতে অনেক সাহায্য করবে। এছাড়াও, নানা সংস্থা এবং বিভিন্ন শিল্পের সহযোগিতায়, বাজেট আরও ভাল করা যেতে পারে। অর্থ মন্ত্রণালয় আরও বলেছে যে অতীতে শিল্পগুলোকে দেওয়া কর মুক্তি এবং কর ছাড়ের মতো সুবিধার ইতিবাচক প্রভাবও দেশের অর্থনীতিতে স্পষ্টত দেখা যাচ্ছে। সেই সব পদক্ষেপও সুপারিশের পর নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: পিএম কিষান যোজনার নিয়মে বদল, কীভাবে চেক করবেন স্টেটাস জেনে নিন
কর প্রদান সংক্রান্ত বিষয়ের বোঝা কমাতেও অর্থ মন্ত্রণালয় পরামর্শ চেয়েছে। কর সংক্রান্ত সুনির্দিষ্ট আইন প্রণয়ন এবং তা আইন প্রতিপালন করার সমস্যা কমাতেও সাহায্য করবে। মনে করা হচ্ছে যে ইন্ডাস্ট্রি পরোক্ষ করের ক্ষেত্রে ইনভার্টেড ডিউটি কাঠামোতে সংস্কারের দাবি করতে পারে। দাবি উঠছে, উৎপাদনের প্রতিটি পর্যায়ে পণ্যের দাম যৌক্তিক করার জন্য কর সংস্কার করা খুব দরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, সরকার ২০১৯ সালের বাজেটে কর্পোরেট করে বড় পরিবর্তন ও সংস্কার করেছিল এবং কর্পোরেট কর ২২ শতাংশে কমিয়ে এনেছিল। তবে এর জন্য শর্ত ছিল কোম্পানিকে বাকি ছাড় দেওয়া যাবে না। তবে, কোম্পানিগুলিও নতুন না পুরনো আয়কর হার বেছে নেবে, সেটা ঠিক করতে পারত।