আরও পড়ুন : বাজেটে পরিকাঠামোর জন্য থাকবে অতিরিক্ত বরাদ্দ, মতামত বিশেষজ্ঞদের!
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম -
আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত এগ্রিচালচার সেক্টরের বিভিন্ন ধরনের স্কিমের ওপরে গুরুত্ব দেওয়া। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের পরিমাণ বাড়ানো দরকার। ২০১৬-১৭ সালের ইউনিয়ন বাজেটে এগ্রিকালচারের বিভিন্ন সরকারি স্কিমে বাজেটের পরিমাণ ছিল ১১,৯৭৮ কোটি টাকা, যা ২০২১-২২ সালের ইউনিয়ন বাজেটে বাড়িয়ে করা হয়েছে প্রায় ১৭,৪০৮ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকার এগ্রিকালচারের বিভিন্ন ধরনের স্কিমে বিনিয়োগ করেছে প্রায় ২৪,৫৯৪ কোটি টাকা। সুতরাং বর্তমানে এগ্রিচালচার সেক্টরে কেন্দ্রীয় সরকারের বিনিয়োগের পরিমাণ প্রায় ১,০৪,১১৮ কোটি টাকা। আসন্ন ইউনিয়ন বাজেটে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের ওপরে গুরুত্ব দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, ন্যাশনাল মিশন অফ হর্টিকালচার ইত্যাদি।
advertisement
গুরুত্বপূর্ণ স্কিম -
আসন্ন ইউনিয়ন বাজেটে কেন্দ্রীয় সরকার এগ্রিকালচারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কিমের ওপর বিশেষ নজর দিতে পারে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। এই স্কিমের মাধ্যমে সরাসরি কেন্দ্রীয় সরকারের সাহায্য পৌঁছে যায় কৃষকদের কাছে। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যায় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনার টাকা। আসন্ন ইউনিয়ন বাজেটে কেন্দ্রীয় সরকার এই ধরণের স্কিমের ওপরে বেশি গুরুত্ব দিতে পারে, যার মাধ্যমে সরাসরি উপকৃত হবে ভারতের কৃষক।
আরও পড়ুন : থাকুন ওয়াকিবহল, এক নজরে দেখে নিন আসন্ন বাজেটের দিন এবং সময়ের পঞ্জি!
অ্যালায়েড সেক্টর -
আসন্ন ইউনিয়ন বাজেটে কেন্দ্রীয় সরকার অ্যালায়েড সেক্টরের ওপরে বিশেষ গুরুত্ব দিতে পারে। এর মধ্যে রয়েছে ডেয়ারি, ফিশারিজ, পোলট্রি, পশুপালন ইত্যাদির মত সেক্টর। এই সকল সেক্টরের উৎসাহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। আসন্ন বাজেটে সেই সকল কেন্দ্রীয় সরকারের স্কিমের ওপরে বিশেষ নজর দেওয়া হতে পারে।
বাজেটের গুরুত্ব -
আসন্ন ইউনিয়ন বাজেটে এগ্রিকালচারের বিভিন্ন স্কিমের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের যোজনা চালু করতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের যে সকল স্কিম রয়েছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসন্ন ইউনিয়ন বাজেটে তাদের ওপরে বিশেষ নজর দেওয়া হতে পারে।