TRENDING:

মাত্র ৯৯৯ টাকায় বুকিং করুন ইলেকট্রিক স্কুটার, ১৫ মিনিটের চার্জে দৌড়বে ৫০ কিমি

Last Updated:

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দীপাবলি উপলক্ষ্যে বুকিং করলে ৫০০০ টাকার ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ওলা ইলেকট্রিক দীপাবলিতে দেশের বাজারে তাদের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে ৷ এই স্কুটারের নাম দেওয়া হয়েছে ওলা এস১ এয়ার ৷ দাম ৮০ হাজার টাকারও কম রাখা হয়েছে ৷ নয়া ইলেকট্রিক স্কুটার সংস্থার Ola S1 এর সস্তা ভার্সান ৷ এই স্কুটারে আপনি ১০০ কিমির বেশি রেঞ্জ অফার করে এবং এর বুকিং অ্যামাউন্ট মাত্র ৯৯৯ টাকা রাখা হয়েছে ৷ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দীপাবলি উপলক্ষ্যে বুকিং করলে ৫০০০ টাকার ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে ৷
advertisement

ওলা এস ১ এয়ার-এর দাম ৭৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে ৷ তবে এই দাম ২৪ অক্টোবর পর্যন্ত ভ্যালিড ছিল ৷ এখন দাম বেড়ে ৮৪,৯৯৯ টাকা হয়ে গিয়েছে ৷ নয়া ইলেকট্রিক স্কুটার OLA S1 থেকে ২০,০০০ টাকা ও S1 Pro থেকে ৫০,০০০ টাকা সস্তা ৷ স্কুটারের ডেলিভারি আগামী বছর এপ্রিল থেকে শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷

advertisement

আরও পড়ুন: দানের আলো! শিরডি মন্দিরে আরতি, সাই ট্রাস্টে দেড় কোটি টাকাও দিলেন অনন্ত আম্বানি

Ola S1 Air-এর ডিজাইন

Ola S1 Air-কে ডুয়েল টোন কালার দেওয়া হয়েছে এবং এর নীচের অংশে ব্ল্যাক-আউট প্যানেল দেওয়া হয়েছে ৷ এছাড়া সিটেও বদল করা হয়েছে, টিউবলার গ্র্যাব রেল রয়েছে ৷ স্কুটারে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে ও এর ওজন কেবল ৯৯ কিলো যার জেরে একে হ্যান্ডেল করা অত্যন্ত সহজ ৷

advertisement

আরও পড়ুন: ১৩২ কোটি টাকা দাম গাড়ির নম্বরের, জানেন বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নম্বর কী?

ব্যাটারি ও রেঞ্জ-

এস১ এয়ারে ৮৫ কিমি প্রতি ঘণ্টার টপ স্পিড ও একবার চার্জ করলে ইকো মোডে ১০০ কিমির রেঞ্জ পাওয়া যাবে ৷ এবং ৪.৩ সেকেন্ডে ০-৪০ কিমি প্রতি ঘণ্টার স্পিড ধরতে সক্ষম ৷

advertisement

ওলা মুভ OS3-

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ওলা ইলেকট্রিক তাদের ইলেকট্রিক স্কুটারের জন্য মুভ OS3 সফ্টওয়্যার লঞ্চ করেছে এবং এর মধ্যে রাইড অ্যানালিটিক্সের সঙ্গে পার্টি মোডও দেওয়া হয়েছে ৷ এছাড়া মুভ OS3-এ ভ্যাকেশন মোড, পার্টি মোড, মাল্টিপল স্ক্রিন ইন্টারফেস, প্রক্সিমিটি আনলক, ফোন কল অ্যালার্ট, হিল-হোল্ড অ্যাসিস্টের মতো একাধিক ফিচার্স রয়েছে এই স্কুটারে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৯৯৯ টাকায় বুকিং করুন ইলেকট্রিক স্কুটার, ১৫ মিনিটের চার্জে দৌড়বে ৫০ কিমি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল