ওলা এস ১ এয়ার-এর দাম ৭৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে ৷ তবে এই দাম ২৪ অক্টোবর পর্যন্ত ভ্যালিড ছিল ৷ এখন দাম বেড়ে ৮৪,৯৯৯ টাকা হয়ে গিয়েছে ৷ নয়া ইলেকট্রিক স্কুটার OLA S1 থেকে ২০,০০০ টাকা ও S1 Pro থেকে ৫০,০০০ টাকা সস্তা ৷ স্কুটারের ডেলিভারি আগামী বছর এপ্রিল থেকে শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷
advertisement
আরও পড়ুন: দানের আলো! শিরডি মন্দিরে আরতি, সাই ট্রাস্টে দেড় কোটি টাকাও দিলেন অনন্ত আম্বানি
Ola S1 Air-এর ডিজাইন
Ola S1 Air-কে ডুয়েল টোন কালার দেওয়া হয়েছে এবং এর নীচের অংশে ব্ল্যাক-আউট প্যানেল দেওয়া হয়েছে ৷ এছাড়া সিটেও বদল করা হয়েছে, টিউবলার গ্র্যাব রেল রয়েছে ৷ স্কুটারে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে ও এর ওজন কেবল ৯৯ কিলো যার জেরে একে হ্যান্ডেল করা অত্যন্ত সহজ ৷
আরও পড়ুন: ১৩২ কোটি টাকা দাম গাড়ির নম্বরের, জানেন বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নম্বর কী?
ব্যাটারি ও রেঞ্জ-
এস১ এয়ারে ৮৫ কিমি প্রতি ঘণ্টার টপ স্পিড ও একবার চার্জ করলে ইকো মোডে ১০০ কিমির রেঞ্জ পাওয়া যাবে ৷ এবং ৪.৩ সেকেন্ডে ০-৪০ কিমি প্রতি ঘণ্টার স্পিড ধরতে সক্ষম ৷
ওলা মুভ OS3-
ওলা ইলেকট্রিক তাদের ইলেকট্রিক স্কুটারের জন্য মুভ OS3 সফ্টওয়্যার লঞ্চ করেছে এবং এর মধ্যে রাইড অ্যানালিটিক্সের সঙ্গে পার্টি মোডও দেওয়া হয়েছে ৷ এছাড়া মুভ OS3-এ ভ্যাকেশন মোড, পার্টি মোড, মাল্টিপল স্ক্রিন ইন্টারফেস, প্রক্সিমিটি আনলক, ফোন কল অ্যালার্ট, হিল-হোল্ড অ্যাসিস্টের মতো একাধিক ফিচার্স রয়েছে এই স্কুটারে ৷