আরও পড়ুন: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বড় ধাক্কা, সেভিংস অ্যাকাউন্টে কমল সুদের হার
১১তম কিস্তির উপর প্রভাব পড়বে না -
বিহারে পিএম কিষান যোজনায় প্রায় ৮৫ লক্ষ কৃষক নথিভুক্ত রয়েছেন ৷ এর মধ্যে এখনও পর্যন্ত ৩৬ লক্ষ কৃষকরা ই-কেওয়াইসি করিয়েছেন ৷ বিহার সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে e-KYC না করিয়ে থাকলেও আগামী কিস্তির টাকা পেতে অসুবিধা হবে না কৃষকদের ৷ সে ক্ষেত্রে অনুমান করা হচ্ছে অন্যান্য রাজ্যেও e-KYC না করা থাকলেও কৃষকরা পেয়ে যাবেন একাদশ কিস্তির টাকা ৷
advertisement
আরও পড়ুন: অনলাইন ফ্রড থেকে বাঁচার জন্য মেনে চলুন এই টিপসগুলো
দ্বিতীয় সপ্তাহে আসবে আগামী কিস্তির টাকা -
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, আগামী কিস্তির টাকা ১৪-১৫ মে এর মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে ৷ ২০১৫ সালে ১৫ মে টাকা ক্রেডিট করা হয়েছিল ৷ একাধিক রাজ্য ইতিমধ্যেই রিকোয়েস্ট ফর ট্রান্সফারে (RFT) সাইন করে দিয়েছে ৷ অর্থাৎ রাজ্যগুলির তরফে টাকা ট্রান্সফার করার রিকোয়েস্ট পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন: গ্যাসের দাম থেকে UPI পেমেন্ট, চলতি মাসে হওয়া ৪টি বড় বদল....
e-KYC করার সময় সীমা-
প্রথমে ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল e-KYC করার জন্য ৷ কিন্তু পরে কৃষকদের সুবিধার কথা মাথায় রেখেই এই সময় সীমা বাড়িয়ে ৩১ মে করা হয়েছে ৷
অনলাইনে কীভাবে করবেন e-KYC
- প্রথমে ল্যাপটপ বা মোবাইল থেকে পিএম কিষান যোজনার (https://pmkisan.gov.in/) ওয়েবসাইটে যেতে হবে
- ফার্মাস কর্নারে দেওয়া e-KYC-তে ক্লিক করতে হবে
- যে ওয়েবপেজ খুলবে তাতে আধার নম্বর দিয়ে সার্চ ট্যাবে ক্লিক করতে হবে
- এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেটা দিতে হবে
- ওটিপি দিয়ে সাবমিট করতেই e-KYC প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে