এবার থেকে গ্রাহকরা ব্রাঞ্চে বা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে ১০ লক্ষ টাকা বা তার বেশি টাকার চেক জারি করলে বাধ্যতামূলক ভাবে পিপিএস কনফার্মেশন করতে হবে ৷ গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর, চেক আল্ফা, চেক ডেট, চেক অ্যামাউন্ট ও বেনিফিশিয়ারির নাম দিতে হবে ৷ দেখে নিন আপনি কী ভাবে এই সিস্টেম ব্যবহার করতে পারবেন ৷
advertisement
আরও পড়ুন: গতকালের তুলনায় বাড়ল না কি কমল? জেনে নিন কত যাচ্ছে আজকের সোনা-রুপোর দাম
কী এই পজিটিভ পে সিস্টেম?
পিপিএস ভারতীয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের (NPCI) তরফে জারি করা হয়েছে ৷ এর মাধ্যমে জারি করা চেকের সমস্ত তথ্য ব্যাঙ্ককে দিতে হবে যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ৷ ক্লিয়ারেন্সের জন্য চেক দেওয়ার আগে সমস্ত তথ্য ব্যাঙ্ককে দিতে হবে ৷
আরও পড়ুন: একটা লটারিতেই ভাগ্য ফিরতে পারে! জিতে যেতে পারেন লক্ষ লক্ষ টাকা, জেনে নিন
PNB চেকের জন্য এই ভাবে সুবিধা নিন PPS এর সুবিধা -
ব্রাঞ্চ অফিস, অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং বা এসএমএস ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চেক সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে পজিটিভ পে সিস্টেমের ব্যবহার করা যেতে পারে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, চেক দেওয়ার একদিন আগে সমস্ত তথ্য ব্যাঙ্ককে দিতে হবে ৷
কী করে আটকাবেন ফ্রড ?
পিপিএস অনুযায়ী, চেক জারি করবেন যিনি তাঁকে এসএমএস, মোবাইল অ্যাপ, নেট ব্যাঙ্কিং বা এটিএম যে কোনও একটি মাধ্যমে ব্যাঙ্ককে চেকের ডিটেল দিতে হবে ৷ চেক ব্যাঙ্কে পৌঁছলে অ্যাকাউন্ট হোল্ডারের থেকে দেওয়া তথ্য যাচাই করা হবে ৷ এখানে কোনও গড়মিল পাওয়া গেলে চেক বাতিল করে দেওয়া হবে ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছে, পিপিএস কনফার্মেশন না হলে চেক ফেরত দিয়ে দেওয়া হবে ৷
১. পিএননবি নেট ব্যাঙ্কিং থেকে লগ ইন করতে হবে
২. ভ্যালু অ্যাডেড পরিষেবা অনুযায়ী, ‘পজিটিভ পে সিস্টেম’ ট্যাবে ক্লিক করতে হবে
৩. ড্রপ ডাউন মেনুতে অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করতে হবে
৪. এরপর চেক নম্বর, চেক আল্ফা, চেকের তারিখ, চেকের অ্যামাউন্ট ও বেনিফিশিয়ারির নাম জমা করতে হবে
৫. ট্রানজাকশনের জন্য পাসওয়ার্ড দিয়ে সাবমিট ট্যাবে ক্লিক করতে হবে ৷
৬. এসএমএস থেকে ডিটেল দেওয়ার হলে অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর, চেক আল্ফা, চেকের অ্যামাউন্ট, চেকের ডেট ইত্যাদি দিতে হবে ৷