৭ অক্টোবর পর্যন্ত নোট বদলানোর সময় বাড়ানো হল ৷ এরপরও যদি কারোর কাছে ২০০০ টাকা নোট থেকে যায় সেটা ব্যাঙ্কে না তো জমা করা যাবে না বদলানো যাবে ৷ সেগুলি রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি আঞ্চলিক অফিস থেকে বদলানো যেতে পারে ৷ তবে একবারে ২০,০০০ টাকার বেশি নোট বদলানো যাবে না ৷
advertisement
আরও পড়ুন: কাল থেকে বদলে যেতে চলেছে এই কয়েকটি বড় নিয়ম, খেয়াল না রাখলে বড় লোকসান
আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগের মতোই ২০০০ টাকার নোট বৈধ থাকবে ৷ অর্থাৎ আপাতত লেনদেনের জন্য ২০০০ টাকার নোট ব্যবহার করা যাবে ৷
রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, এখনও পর্যন্ত ৯৬ শতাংশ ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা পড়েছে ৷
ক্লিন নোট নীতির আওতায় ১৯ মে বাজার থেকে ২ হাজার টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক। বিবৃতিতে আরবিআই জানায়, ‘ক্লিন নোট পলিসির আওতায় ২ হাজার টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। এই বিবৃতিতে ব্যাঙ্কগুলোকে ২ হাজার টাকার নোট ইস্যু করতে বারণ করা হয়। পাশাপাশি আমজনতাকে ২ হাজার টাকার নোট বদল বা জমা দেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়।