২০০ টাকার মধ্যে সেরা রিচার্জ প্ল্যানগুলি হল-
সবচেয়ে সস্তার জিও রিচার্জ প্ল্যান ১৪৯ টাকার ৷ এই প্ল্যানে আপনি ২৪ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে ডেটা, অর্থাৎ ২৪ জিবি ডেটা পাবেন ৷ এর পাশাপাশি জিও টু জিও আনলিমিটেড ফ্রি কল রয়েছে ৷ জিও থেকে নন জিও নম্বরে কলিংয়ের জন্য ৩০০ মিনিট দেওয়া রয়েছে ৷ পাশাপাশি জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন এবং ১০০টি এসএমএস-ও পাওয়া যাবে প্রতিদিন এই রিচার্জে ৷
advertisement
জিও-র ১৯৯ টাকার প্ল্যান ভ্যালিড ২৮ দিনের জন্য ৷ এতে গ্রাহকরা প্রতিদিন ১.৫ ডিবি করে ডেটা, অর্থাৎ ৮ দিনে ৪২ জিবি ডেটা পাবেন ৷ এই প্ল্যানে জিও থেকে জিও আনলিমিটেড কলের পাশাপাশি নন জিও নম্বরে ১০০০ মিনিট পর্যন্ত কলিংয়ের সুবিধা রয়েছে ৷ রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশনও ৷
৫০০ টাকার মধ্যে প্ল্যান
৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা বাবদ মোট ৮৪ জিবি ডেটা পাবেন গ্রাহকরা ৷ আনলিমিটেড জিও টু জিও কলিংয়ের পাশাপাশি ২০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা রয়েছে ৷ জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন ও প্রতিদিন ১০০টি এসএমএস-ও পাওয়া যাবে ৷ ভ্যালিডিটি ৫৬ দিনের জন্য ৷ এর পাশাপাশি রয়েছে ৪৪৪ টাকার রিচার্জ প্ল্যান ৷ যার ভ্যালিডিটি ৫৬ দিনের ৷
৩৪৯ টাকার রিচার্জের ভ্যালিডিটি ২৮ দিনের জন্য ৷ পাওয়া যাবে প্রতিদিন ৩ জিবি করে মোট ৮৪ জিবি ডেটা ৷
৪০১ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে৷ পাশাপাশি ১ বছরের জন্য বিনামূল্যে হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে এই রিচার্জে ৷
১০০০ টাকার রিচার্জের প্ল্যান
৫৯৯ টাকার রিচার্জে ১৬৮ জিবি ডেটা (প্রতিদিন ২ জিবি করে ডেটা ) ৷ আনলিমিটেড জিও টু জিও কলিং এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট কলিং ৷ ভ্যালিডিটি ৮৪ দিনের জন্য ৷
৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে অর্থাৎ সবমিলিয়ে ২৫২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা ৷ জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট কলিংয়ের সুবিধা রয়েছে ৷
৩০০০ টাকার প্ল্যান
বাজেট একটু বেশি হলে গোটা বছরের জন্য রিচার্জ একবারেই করে নিতে পারেন গ্রাহকরা ৷ ২৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানে প্রতিদিন ২জিবি করে ডেটা পাওয়া যাবে ৷ জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩৬৫ দিনের জন্য ১২,০০০ মিনিট কলিংয়ের সুবিধা রয়েছে ৷ তাতেও না হলে ডেটা এবং কলিংয়ের জন্য আলাদা আলাদা টপ আপ রিচার্জ তো রয়েছেই ৷
