TRENDING:

কম খরচে সেরা রিচার্জ প্ল্যান কোনগুলি ? দেখে নিন Jio-র প্রিপেড রিচার্জ প্ল্যানের তালিকা

Last Updated:

২৮ দিন ভ্যালিডিটি থেকে এক বছর ভ্যালিড থাকবে এমন ৪জি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের প্ল্যান রয়েছে জিও-র ৷ দেখে নিন সেই রিচার্জ প্ল্যানগুলি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লকডাউনে বাড়িতে কাজের জন্য হোক বা সময় কাটাতে, দরকার অনেক বেশি পরিমাণে ইন্টারনেট ৷ আর তার জন্য সেরা বিকল্প অবশ্যই রিলায়েন্স জিও ৷ মুকেশ আম্বানির টেলিকম সংস্থার প্রি পেড গ্রাহকদের জন্য রয়েছে একাধিক রিচার্জ প্ল্যান ৷ করোনার জেরে ‘কোয়ারেন্টাইন ২০২০’-র জন্য সবচেয়ে ভাল রিচার্জ প্ল্যান কোনগুলি, তা অবশ্যই জানার প্রয়োজন রয়েছে ৷ জিও-র সবচেয়ে সস্তা ১৪৯ টাকা থেকে শুরু করে ৪৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ প্ল্যান রয়েছে ৷ এখন আপনার প্রয়োজন মতো বাছাই করে রিচার্জ করলেই হবে ৷ ২৮ দিন ভ্যালিডিটি থেকে এক বছর ভ্যালিড থাকবে এমন ৪জি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের প্ল্যান রয়েছে জিও-র ৷ দেখে নিন সেই রিচার্জ প্ল্যানগুলি ৷
advertisement

২০০ টাকার মধ্যে সেরা রিচার্জ প্ল্যানগুলি হল-

সবচেয়ে সস্তার জিও রিচার্জ প্ল্যান ১৪৯ টাকার ৷ এই প্ল্যানে আপনি ২৪ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে ডেটা, অর্থাৎ ২৪ জিবি ডেটা পাবেন ৷ এর পাশাপাশি জিও টু জিও আনলিমিটেড ফ্রি কল রয়েছে ৷ জিও থেকে নন জিও নম্বরে কলিংয়ের জন্য ৩০০ মিনিট দেওয়া রয়েছে ৷ পাশাপাশি জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন এবং ১০০টি এসএমএস-ও পাওয়া যাবে প্রতিদিন এই রিচার্জে ৷

advertisement

জিও-র ১৯৯ টাকার প্ল্যান ভ্যালিড ২৮ দিনের জন্য ৷ এতে গ্রাহকরা প্রতিদিন ১.৫ ডিবি করে ডেটা, অর্থাৎ ৮ দিনে ৪২ জিবি ডেটা পাবেন ৷ এই প্ল্যানে জিও থেকে জিও আনলিমিটেড কলের পাশাপাশি নন জিও নম্বরে ১০০০ মিনিট পর্যন্ত কলিংয়ের সুবিধা রয়েছে ৷ রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশনও ৷

advertisement

৫০০ টাকার মধ্যে প্ল্যান

৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা বাবদ মোট ৮৪ জিবি ডেটা পাবেন গ্রাহকরা ৷ আনলিমিটেড জিও টু জিও কলিংয়ের পাশাপাশি ২০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা রয়েছে ৷ জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন ও প্রতিদিন ১০০টি এসএমএস-ও পাওয়া যাবে ৷ ভ্যালিডিটি ৫৬ দিনের জন্য ৷ এর পাশাপাশি রয়েছে ৪৪৪ টাকার রিচার্জ প্ল্যান ৷ যার ভ্যালিডিটি ৫৬ দিনের ৷

advertisement

৩৪৯ টাকার রিচার্জের ভ্যালিডিটি ২৮ দিনের জন্য ৷ পাওয়া যাবে প্রতিদিন ৩ জিবি করে মোট ৮৪ জিবি ডেটা ৷

৪০১ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে৷ পাশাপাশি ১ বছরের জন্য বিনামূল্যে হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে এই রিচার্জে ৷

১০০০ টাকার রিচার্জের প্ল্যান

advertisement

৫৯৯ টাকার রিচার্জে ১৬৮ জিবি ডেটা (প্রতিদিন ২ জিবি করে ডেটা ) ৷ আনলিমিটেড জিও টু জিও কলিং এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট কলিং ৷ ভ্যালিডিটি ৮৪ দিনের জন্য ৷

৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে অর্থাৎ সবমিলিয়ে ২৫২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা ৷ জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট কলিংয়ের সুবিধা রয়েছে ৷

৩০০০ টাকার প্ল্যান

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

বাজেট একটু বেশি হলে গোটা বছরের জন্য রিচার্জ একবারেই করে নিতে পারেন গ্রাহকরা ৷ ২৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানে প্রতিদিন ২জিবি করে ডেটা পাওয়া যাবে ৷ জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩৬৫ দিনের জন্য ১২,০০০ মিনিট কলিংয়ের সুবিধা রয়েছে ৷ তাতেও না হলে ডেটা এবং কলিংয়ের জন্য আলাদা আলাদা টপ আপ রিচার্জ তো রয়েছেই ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কম খরচে সেরা রিচার্জ প্ল্যান কোনগুলি ? দেখে নিন Jio-র প্রিপেড রিচার্জ প্ল্যানের তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল