কালীঘাট সংলগ্ন এলাকার সংস্কারের কাজ দ্রুত এগোনোর প্রতিশ্রুতির পাশাপাশি আরও একাধিক বিষয়ে আশ্বাস দেন বিশিষ্ট শিল্পপতি। তাঁর কথায়, “রিলায়েন্স ফাউন্ডেশন বাংলার ঐতিহ্য সম্পর্কে অবহিত। কালীঘাট মন্দির সাজানোর কাজ চলছে। এই প্রকল্প আমার পরিবারের মত, দিদি আপনারও কাছের প্রকল্প এটি। দ্রুত এগোবে এই কাজ।”
advertisement
মুকেশ আম্বানি বলেন, “বাংলার এখন অনেক এগিয়ে যাচ্ছে। ইন্ডিয়া এখন গোটা বিশ্বের তৃতীয় অর্থনীতিতে পরিণত হয়েছে। রিলায়েন্স বাংলার উন্নতিতে কাজ করে যাবে। ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি আগে। আগামী ৩ বছরে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে আরও বিনিয়োগ করবে রিলায়েন্স। একইসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জানান, “বিশ্ব বাংলা হ্যান্ডি ক্রাফটস সব রিলায়েন্স স্টোরে পাওয়া যাবে। বাংলা এখন বিনিয়োগের সেরা গন্তব্য।” শিল্প উদ্যোগীদের উদ্দেশ্য করে মুকেশ আম্বানি বলেন, “বন্ধুরা, সবাই বাংলায় আসুন। বিনিয়োগ করুন। জয় বাংলা।”
কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব নিতে গত জুন মাসেই এগিয়ে আসে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী। নেপথ্যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির কমিটির সূত্র অনুযায়ী, গত চৈত্র সংক্রান্তিতে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী। তখনই কমিটির কাছে মন্দির সংস্কারের বিষয়ে জানতে চান তিনি। মন্দির কমিটির একাংশের দাবি, সংস্কারে বিলম্ব হওয়ার কথা শুনেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার পরেই তিনি উদ্যোগী হয়ে রিলায়েন্স গোষ্ঠীকে মন্দির সংস্কারের দায়িত্ব নিতে বলেন। সেই মতো রিলায়্যান্স গোষ্ঠী সংস্কারের কাজ শুরু করেছে ইতিমধ্যেই। সব ঠিকঠাক চললে আগামী ডিসেম্বর মাসেই নব রূপে দেখা যাবে কালীঘাট মন্দিরকে।