Station Master Salary: ট্রেন চালানোয় ঠিক কী ভূমিকা...? ভারতীয় রেলের 'স্টেশন মাস্টারের' বেতন কত জানেন? কী কী সুবিধাই বা পান...
- Published by:Sanjukta Sarkar
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Station Master Salary: আরআরবি এনটিপিসি পরীক্ষার মাধ্যমে প্রদান করা স্টেশন মাস্টার পদ। কেমন হয় স্টেশন মাস্টার পদাধিকারীদের বেতন? আর কী-ই বা সুযোগ-সুবিধা পান তাঁরা? এই বিষয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
প্রায় প্রত্যেকেই ভারতীয় রেলওয়েতে চাকরি করার স্বপ্ন দেখেন। আর রেল মন্ত্রকের অধীনে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট বা নিয়োগ করাও হয়। এর মধ্যে একটি হল স্টেশন মাস্টারের পদ। আরআরবি এনটিপিসি পরীক্ষার মাধ্যমে প্রদান করা স্টেশন মাস্টার পদ অত্যন্ত সম্মানজনক এক পদ। কিন্তু কেমন হয় স্টেশন মাস্টার পদাধিকারীদের বেতন? আর কী-ই বা সুযোগ-সুবিধা পান তাঁরা? এই বিষয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রেলওয়ে স্টেশন মাস্টার পদাধিকারীদের অ্যালাওয়েন্স:এটা একটা গুরুত্বপূর্ণ সরকারি পদ। স্টেশন মাস্টার পদাধিকারীরা একাধিক অ্যালাওয়েন্স এবং সুযোগ-সুবিধা উপভোগ করতে পারেন। দেখে নেওয়া যাক তাঁরা কী কী অ্যালাওয়েন্স পান তাঁরা! স্টেশন মাস্টাররা মাসিক বেতনের পাশাপাশি যে অন্যান্য অ্যালাওয়েন্স পান, সেটাই নিম্নলিখিত:
নাইট ডিউটি অ্যালাওয়েন্স – ২৭০০ টাকা
ওভারটাইম অ্যালাওয়েন্স (ওটিএ)
ট্রাভেলিং অ্যালাওয়েন্স এবং অন্যান্য
advertisement
স্টেশন মাস্টার কাজের ধরন:অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার (এএসএম)-এর পদ পরিবর্তিত হয়ে এসএম বা স্টেশন মাস্টার হয়ে গিয়েছে। এই বিষয়টাকে ভারতীয় রেলওয়ের আওতায় এক ভাল পরিবর্তন হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত প্রতিটি স্টেশনে চার জন করে স্টেশন মাস্টার থাকেন। যাঁরা শিফটে কাজ করেন। মূলত স্টেশনে কোনও রকম বাধাবিপত্তি ছাড়া ট্রেন যাতায়াত করছে কি না, সেদিকে লক্ষ্য রাখাই তাঁদের অন্যতম প্রধান কাজ।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, স্টেশন ম্যানেজারদের সঙ্গে সমন্বয় স্থাপন করে স্টেশনে দাঁড়ানো প্রতিটি ট্রেনের জন্য সতর্কতা সংক্রান্ত নির্দেশ জারি করতে হয়। কখনও কখনও ছোট স্টেশনগুলিতে স্টেশন মাস্টারদের টিকিট/পার্সেল বুকিং, রিজার্ভেশন ইত্যাদির মতো ব্যবসায়িক কাজের দায়িত্বও দেওয়া হয়। স্টেশন মাস্টারকে নিজের স্টেশনের ম্যানেজারের ভূমিকাও পালন করতে হয়।
advertisement
advertisement
কিন্তু পদোন্নতি দেরিতে হবে কিংবা আগে হবে, সেটা নিশ্চিত রূপে বলা যায় না। তবে পদোন্নতি নিশ্চিত। পদোন্নতির উপরে স্টেশন মাস্টার হতে পারেন স্টেশন সুপারিন্টেন্ডেন্ট (এসএস), এর পরের পদোন্নতির ধাপ অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার (এওএম) এবং পদোন্নতির সর্বশেষ ধাপ হল ডিভিশনাল অপারেশনস ম্যানেজার (ডিওএম)।