উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকা বাদে বেশিরভাগ জায়গার কৃষিকাজ বর্ষার জলে নির্ভর করে। স্বাভাবিক ভাবেই জঙ্গল লাগোয়া গ্রামগুলোর চাষিদের অর্থনৈতিক অবস্থা খারাপ। এরকম পরিস্থিতিতে গোপীবল্লভপুর ১ ব্লক কৃষি দফতরের উদ্যোগে চাষিরা বিকল্প চাষের কাজ শুরু করেছেন।
advertisement
সয়েল সার্ভে মেদিনীপুর এর তত্ত্বাবধানে ব্লকের ভেন্ডুডিহি, নড়িশোল, মাঠাসাহি এবং চুনঘাটি এলাকার চাষিদের নিয়ে তৈরি করা হয়েছে চারটি ক্লাস্টার। প্রতিটি ক্লাসটারে ১৪৪ জন করে চাষি অন্তর্ভুক্ত হয়েছেন। সয়েল সার্ভে মেদিনীপুর এর তত্ত্বাবধানে “রেড় সিসি” প্রকল্পের মাধ্যমে চাষিরা মৌমাছি প্রতিপালন এর পাশাপাশি বিভিন্ন বিকল্প চাষ করতে শুরু করেছেন।
আরও পড়ুন-একটুর জন্য প্রাণে বাঁচলেন নোরা ফতেহি, ভয়ঙ্কর বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সব, ঠিক আছেন তো নায়িকা?
চাষিদের উৎপাদন ইতিমধ্যেই পরিদর্শন করেছেন কৃষি দফতরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা । কৃষি দপ্তরের দাবি মৌমাছি প্রতিপালন-সহ অনাবৃষ্টি ও রুক্ষ জায়গায় বিকল্প চাষের মাধ্যমে আর্থিক অবস্থা সচ্ছল হবে জঙ্গলমহলের প্রান্তিক কৃষকদের।
বুদ্ধদেব বেরা