কোল ইন্ডিয়া:
আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেড়েছে। এতে লাভ হবে কোল ইন্ডিয়ার। একই সময়ে সিআইএল-এর লক্ষ্য উচ্চ মূল্যের ভূ-গর্ভস্থ কয়লা খনি বন্ধ করা এবং বড় খোলা খনি সম্প্রসারণ। এই বিষয়গুলি মাথায় রেখেই কোল ইন্ডিয়ার স্টক কেনার জন্য ২৬২ টাকার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ক্রেডিট কার্ডের দেদার সুবিধা; তবে শুধু ব্যবহার করতে জানতে হবে! দেখে নিন সেই উপায়
advertisement
টেক মহিন্দ্রা:
অ্যাক্সিস সিকিউরিটিজ বিশ্বাস করে যে, টেক মাহিন্দ্রার বিস্তৃত পরিসরে পরিষেবা এবং দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, যার ফলে আগামী দিনে কোম্পানির আয় বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখেই এই স্টকে ১২০০ টাকার টার্গেট দেওয়া হয়েছে।
মারুতি সুজুকি:
মারুতি সুজুকির স্টকে আস্থা রেখেছে ব্রোকারেজ ফার্ম অ্যাক্সিস সিকিউরিটিজ। বর্তমানে অটো সেক্টরে ভাল অবস্থানে রয়েছে এই কোম্পানি। কমপ্যাক্ট ব্রেজা এবং মিড এসইউভি সেগমেন্টে সাম্প্রতিক লঞ্চের মাধ্যমে এটি এফওয়াই ২৫ই-এর মধ্যে হারানো বাজারের অনেকাংশই পুনরুদ্ধার করতে পারবে বলে মনে করা হচ্ছে। একই সময়ে পেট্রোল, সিএনজি থেকে হাইব্রিড যানবাহনের দিকে প্রত্যাশিত স্থানান্তর কোম্পানিটিকে আরও বেশি শেয়ার পেতে সাহায্য করবে। অ্যাক্সিস সিকিউরিটিজ মারুতি সুজুকির স্টকে ১০২৭০ টাকার টার্গেট দিয়েছে।
ডালমিয়া:
সিমেন্ট সেক্টরে ডালমিয়া ভারতে বাজি ধরেছে ব্রোকারেজ হাউস। অ্যাক্সিস সিকিউরিটিজের মতে, অর্থনৈতিক পুনরুজ্জীবনের মাধ্যমে কোম্পানিটি বাণিজ্য এবং অ-বাণিজ্য উভয় বিভাগেই দারুন পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে। এটা কোম্পানির আয় এবং লাভ - উভয়ই বাড়বে। ১৮৫০ টাকার লক্ষ্য নিয়ে এই স্টকটিতে একটি ‘বাই কল’ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাতিল হয়েছে বিপুল সংখ্যক ট্রেন, চেক করে নিন বাতিল হওয়া ট্রেনের লিস্ট
বাটা:
বাটা ইন্ডিয়াও বিনিয়োগকারীদের দুহাত ভরিয়ে দেবে বলেই মনে করছে অ্যাক্সিস সিকিউরিটিজ। এই কোম্পানির শক্তিশালী ব্যালেন্স শিট তো রয়েইছে। সম্প্রতি বাটা ছোট শহরগুলিতেও নিজেদের দোকান খুলেছে। এতে বাজারে এই সংস্থার শেয়ার বাড়বে। ব্রোকারেজ হাউস বাটার শেয়ারে ২০০ টাকা মূল্যের লক্ষ্যমাত্রা দিয়েছে।
সিসিএল প্রোডাক্ট:
সিসিএল প্রোডাক্টের উপরেও বাজি ধরছে অ্যাক্সিস সিকিউরিটিজ। আন্তর্জাতিক বাজারে ক্রমশ শক্তিশালী হচ্ছে কোম্পানি। সেই কথা মাথায় রেখেই ৬০০ টাকা মূল্যের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।