হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড কোম্পানির বাজার পুঁজি ৮৬.৩৫ হাজার কোটি টাকার। এটি একটি লার্জ ক্যাপ কোম্পানি। ১৯৫৮ সালে শুরু হওয়া এই কোম্পানি হোম অ্যাপ্লায়েন্স, লাইটিং উপকরণ, এলইডি লাইটিং, ফোন, মডিউলার, সুইচ, ওয়ারিং অ্যাক্সেসরিজ এবং ওয়াটার হিটার সহ ঘর এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন ধরনের ইলেকট্রিক উপকরণ তৈরি করে। বিগত ১মাসে হ্যাভেল ইন্ডিয়ার শেয়ার ৫.৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই ভাবে বিগত ৬ মাসে এই শেয়ার বিনিয়োগকারীদের ২৮% রিটার্ন দিয়েছে। একই সঙ্গে ১ বছরে হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ারে ৪.৪২ শতাংশ পতন হয়েছে।
advertisement
আরও পড়ুন: গাড়ি কেনার ইচ্ছে থাকলে আপনার জন্য বড় ধাক্কা, ১ লক্ষ টাকা বাড়ল এই SUV-র দাম!
১৫,০০০ টাকা বিনিয়োগ করেই কোটিপতি -
এখনও পর্যন্ত হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ার বিনিয়োগকারীদের ৭২,৯২৬.৪৬% রিটার্ন দিয়েছে। অর্থাৎ যে সকল বিনিয়োগকারীর ২০০১ সালের ২৩ মার্চ হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন, সেই টাকা এখন প্রায় ৭.২৯ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। যদি কোনও বিনিয়োগকারী ২০০১ সালের ২৩ মার্চ এই শেয়ারে ১৫ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই ১৫,০০০ টাকা এখন ১.০৯ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। বিগত ৫ বছরে এই শেয়ার প্রায় ১৮.২ শতাংশ রিটার্ন দিয়েছে। যদি কোনও বিনিয়োগকারী ৫ বছর আগে হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা এখন ৩.৮২ লাখ টাকায় পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন: PF অ্যাকাউন্টে জমা পড়ছে না টাকা ? দেখে নিন কী করতে হবে
শেয়ারের রেভিনিউ বেড়েছে ৬২% -
আর্থিক বর্ষ ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেডের মুনাফা ৩.৪ শতাংশ বেড়ে ২৪২.৪৩ কোটি টাকা হয়েছে। বিগত আর্থিক বছরের এই সময়ের ত্রৈমাসিকে এই কোম্পানির মুনাফা ২৩৪.৩ কোটি টাকা ছিল। একই ভাবে বার্ষিক হিসাবে কোম্পানির রেভিনিউ ৬২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪২৩০.১ কোটি টাকা হয়েছে। যা বিগত আর্থিক বর্ষের একই সময়ে ত্রৈমাসিকে ছিল ২৫৯৮.২ কোটি টাকা।