TRENDING:

হাওয়াও দেয়, টাকাও দেয়! হ্যাভেলসের এই স্টক বিনিয়োগকারীদের ঝুলি প্রত্যাশার চেয়েও বেশি ভরেছে!

Last Updated:

হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড কোম্পানির বাজার পুঁজি ৮৬.৩৫ হাজার কোটি টাকার। এটি একটি লার্জ ক্যাপ কোম্পানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বর্তমানে বাজারে বেশ কয়েকটি এমন শেয়ার রয়েছে, যারা দুই দশকে বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। বর্তমানে এমনই একটি স্টক হল হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড (Havells India Limited)। ২০০১ সাল থেকে এই মালটিব্যাগার স্টক বিনিয়োগকারীদের ৭২,৯২৬.৪৬ শতাংশের ধামাকা রিটার্ন দিয়েছে। ২০০১ সালে ২৩ মার্চ হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ারের লিস্টিং হয়েছিল ১.৮৯ টাকায়। ২০২২ সালের ৬ সেপ্টেম্বর হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ার এনএসই-তে ১৩৮০.২০ টাকায় বন্ধ হয়েছে। আর্থিক বর্ষ ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকে কোম্পানির রেভিনিউ ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
advertisement

হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড কোম্পানির বাজার পুঁজি ৮৬.৩৫ হাজার কোটি টাকার। এটি একটি লার্জ ক্যাপ কোম্পানি। ১৯৫৮ সালে শুরু হওয়া এই কোম্পানি হোম অ্যাপ্লায়েন্স, লাইটিং উপকরণ, এলইডি লাইটিং, ফোন, মডিউলার, সুইচ, ওয়ারিং অ্যাক্সেসরিজ এবং ওয়াটার হিটার সহ ঘর এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন ধরনের ইলেকট্রিক উপকরণ তৈরি করে। বিগত ১মাসে হ্যাভেল ইন্ডিয়ার শেয়ার ৫.৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই ভাবে বিগত ৬ মাসে এই শেয়ার বিনিয়োগকারীদের ২৮% রিটার্ন দিয়েছে। একই সঙ্গে ১ বছরে হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ারে ৪.৪২ শতাংশ পতন হয়েছে।

advertisement

আরও পড়ুন: গাড়ি কেনার ইচ্ছে থাকলে আপনার জন্য বড় ধাক্কা, ১ লক্ষ টাকা বাড়ল এই SUV-র দাম!

১৫,০০০ টাকা বিনিয়োগ করেই কোটিপতি -

এখনও পর্যন্ত হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ার বিনিয়োগকারীদের ৭২,৯২৬.৪৬% রিটার্ন দিয়েছে। অর্থাৎ যে সকল বিনিয়োগকারীর ২০০১ সালের ২৩ মার্চ হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন, সেই টাকা এখন প্রায় ৭.২৯ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। যদি কোনও বিনিয়োগকারী ২০০১ সালের ২৩ মার্চ এই শেয়ারে ১৫ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই ১৫,০০০ টাকা এখন ১.০৯ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। বিগত ৫ বছরে এই শেয়ার প্রায় ১৮.২ শতাংশ রিটার্ন দিয়েছে। যদি কোনও বিনিয়োগকারী ৫ বছর আগে হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা এখন ৩.৮২ লাখ টাকায় পৌঁছে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: PF অ্যাকাউন্টে জমা পড়ছে না টাকা ? দেখে নিন কী করতে হবে

শেয়ারের রেভিনিউ বেড়েছে ৬২% -

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আর্থিক বর্ষ ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেডের মুনাফা ৩.৪ শতাংশ বেড়ে ২৪২.৪৩ কোটি টাকা হয়েছে। বিগত আর্থিক বছরের এই সময়ের ত্রৈমাসিকে এই কোম্পানির মুনাফা ২৩৪.৩ কোটি টাকা ছিল। একই ভাবে বার্ষিক হিসাবে কোম্পানির রেভিনিউ ৬২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪২৩০.১ কোটি টাকা হয়েছে। যা বিগত আর্থিক বর্ষের একই সময়ে ত্রৈমাসিকে ছিল ২৫৯৮.২ কোটি টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হাওয়াও দেয়, টাকাও দেয়! হ্যাভেলসের এই স্টক বিনিয়োগকারীদের ঝুলি প্রত্যাশার চেয়েও বেশি ভরেছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল