আরও পড়ুন: জরিমানা তো আছেই! কিন্তু হোম লোনের ইএমআই দিতে দেরি করলে আরও কী হয়?
১. সেভিংস অ্যাকাউন্টে জমা টাকা -
আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে করদাতারা সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক নির্ধারিত সীমার থেকে বেশি লেনদেন করলে তার তথ্য দিতে হবে ৷ এক অর্থবর্ষে সেভিংসে ১০ লক্ষ টাকার বেশি জমা করলে বা তুললে সেই বিষয়ে তথ্য জানাতে হবে ৷
advertisement
২. ব্যাঙ্কে জমা এফডি-
এক অর্থবর্ষে ব্যাঙ্কে ১০ লক্ষ টাকার বেশি এফডি করালে আয়কর বিভাগ আপনার নোটিস জারি করতে পারে ৷ ব্যাঙ্কের তরফে এই বিষয়ে আয়কর বিভাগকে ফর্ম ৬১এ-এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে ৷ এই টাকার অঙ্ক একটি এফডি বা একাধিক এফডি মিলিয়ে ১০ লক্ষ টাকা হলে এই তথ্য দিতেই হবে ৷
আরও পড়ুন: জরিমানা তো আছেই! কিন্তু হোম লোনের ইএমআই দিতে দেরি করলে আরও কী হয়?
৩. ক্রেডিট কার্ডের বিল-
আপনার ক্রেডিট কার্ডের বিল ১ লক্ষ টাকার বেশি হলে ইনকাম ট্যাক্স বিভাগকে এই বিষয়ে জানাতে হবে ৷ এছাড়া ক্রেডিট কার্ডের সেটেলমেন্ট ১০ লক্ষ টাকার থেকে বেশি হলে সেই তথ্য অবশ্যই জানাতে হবে,না হলে আসতে পারে নোটিস ৷
৪. সম্পতি কেনা-বিক্রি-
দেশের রেজিস্টার ও সাব রেজিস্টারদের ৩০ লক্ষ টাকার বেশি সম্পত্তির কেনা ও বিক্রির তথ্য আয়কর বিভাগকে দিতে হবে ৷ আইটিআর ফাইল করার সময় এই বিষয়ে না জানালে বাড়িতে আসতে পারে নোটিস ৷
আরও পড়ুন: কত টাকা বদলাল সোনা ও রুপোর দাম? দেখে নিন ১০ গ্রামের লেটেস্ট রেট....
৫. শেয়ার, এমএফ, বন্ড সংক্রান্ত লেনদেন
একটি অর্থবর্ষে মিউচুয়াল ফান্ড, স্টক্স, বন্ড ও ডিবেঞ্চারে ইনভেস্ট করার সীমা ১০ লক্ষ টাকার বেশি হলে এই বিষয়ে তথ্য জমা দিতে হবে ৷ ফর্ম ২৬এএস এর পার্ট ই-তে এই সমস্ত লেনদেন সংক্রান্ত তথ্য দিতে হবে ৷
আরও পড়ুন: অশোধিত তেলের দাম নামল ১০০ ডলারের নীচে, এবার কী সস্তা হতে চলেছে পেট্রোল ও ডিজেল
৬. বিদেশি মুদ্রার বিক্রি
একটি অর্থবর্ষে ১০ লক্ষ টাকার বেশি বিদেশি মুদ্রা সেল করলে ইনকাম ট্যাক্সের নজর থাকবে আপনার উপরে ৷ ফলে এই তথ্য আপনাকে ইনকাম ট্যাক্স বিভাগে জানাতে হবে ৷