TRENDING:

Alert! বড় লেনদেনের উপরে নজর রাখছে আয়কর বিভাগ, বাড়ি আসতে পারে নোটিস

Last Updated:

কীসের উপর নজর রাখছে আয়কর বিভাগ ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করদাতাদের সমস্ত গতিবিধির উপর নজর রাখছে ইনকাম ট্যাক্স বিভাগ ৷ এর মধ্যে লেনদেন ও ট্রানজাকশনের সঙ্গে যুক্ত ডেটা সামিল রয়েছে ৷ নির্ধারিত সময় সীমার থেকে বেশি লেনদেন করে থাকলে এবং সেটা আয়কর রিটার্ন (ITR) ফাইলিংয়ে না জানালে আপনার নামে চলে আসতে পারে নোটিস ৷ কীসের উপর নজর রাখছে আয়কর বিভাগ ?
advertisement

আরও পড়ুন: জরিমানা তো আছেই! কিন্তু হোম লোনের ইএমআই দিতে দেরি করলে আরও কী হয়?

১. সেভিংস অ্যাকাউন্টে জমা টাকা -

আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে করদাতারা সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক নির্ধারিত সীমার থেকে বেশি লেনদেন করলে তার তথ্য দিতে হবে ৷ এক অর্থবর্ষে সেভিংসে ১০ লক্ষ টাকার বেশি জমা করলে বা তুললে সেই বিষয়ে তথ্য জানাতে হবে ৷

advertisement

২. ব্যাঙ্কে জমা এফডি-

এক অর্থবর্ষে ব্যাঙ্কে ১০ লক্ষ টাকার বেশি এফডি করালে আয়কর বিভাগ আপনার নোটিস জারি করতে পারে ৷ ব্যাঙ্কের তরফে এই বিষয়ে আয়কর বিভাগকে ফর্ম ৬১এ-এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে ৷ এই টাকার অঙ্ক একটি এফডি বা একাধিক এফডি মিলিয়ে ১০ লক্ষ টাকা হলে এই তথ্য দিতেই হবে ৷

advertisement

আরও পড়ুন: জরিমানা তো আছেই! কিন্তু হোম লোনের ইএমআই দিতে দেরি করলে আরও কী হয়?

৩. ক্রেডিট কার্ডের বিল-

আপনার ক্রেডিট কার্ডের বিল ১ লক্ষ টাকার বেশি হলে ইনকাম ট্যাক্স বিভাগকে এই বিষয়ে জানাতে হবে ৷ এছাড়া ক্রেডিট কার্ডের সেটেলমেন্ট ১০ লক্ষ টাকার থেকে বেশি হলে সেই তথ্য অবশ্যই জানাতে হবে,না হলে আসতে পারে নোটিস ৷

advertisement

৪. সম্পতি কেনা-বিক্রি-

দেশের রেজিস্টার ও সাব রেজিস্টারদের ৩০ লক্ষ টাকার বেশি সম্পত্তির কেনা ও বিক্রির তথ্য আয়কর বিভাগকে দিতে হবে ৷ আইটিআর ফাইল করার সময় এই বিষয়ে না জানালে বাড়িতে আসতে পারে নোটিস ৷

আরও পড়ুন: কত টাকা বদলাল সোনা ও রুপোর দাম? দেখে নিন ১০ গ্রামের লেটেস্ট রেট....

advertisement

৫. শেয়ার, এমএফ, বন্ড সংক্রান্ত লেনদেন

একটি অর্থবর্ষে মিউচুয়াল ফান্ড, স্টক্স, বন্ড ও ডিবেঞ্চারে ইনভেস্ট করার সীমা ১০ লক্ষ টাকার বেশি হলে এই বিষয়ে তথ্য জমা দিতে হবে ৷ ফর্ম ২৬এএস এর পার্ট ই-তে এই সমস্ত লেনদেন সংক্রান্ত তথ্য দিতে হবে ৷

আরও পড়ুন: অশোধিত তেলের দাম নামল ১০০ ডলারের নীচে, এবার কী সস্তা হতে চলেছে পেট্রোল ও ডিজেল

৬. বিদেশি মুদ্রার বিক্রি

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

একটি অর্থবর্ষে ১০ লক্ষ টাকার বেশি বিদেশি মুদ্রা সেল করলে ইনকাম ট্যাক্সের নজর থাকবে আপনার উপরে ৷ ফলে এই তথ্য আপনাকে ইনকাম ট্যাক্স বিভাগে জানাতে হবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert! বড় লেনদেনের উপরে নজর রাখছে আয়কর বিভাগ, বাড়ি আসতে পারে নোটিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল