বুধবার দেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ অন্যদিকে, কমেছে রুপোর দাম ৷ এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৩৯ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০,৪৯৬ টাকা হয়ে গিয়েছে ৷ মার্কেট খোলার সময় সোনার দাম ৫০,৪৩১ টাকা ছিল যা চাহিদা বাড়ার সঙ্গে ০.০৮ শতাংশ বেড়ে গিয়েছে ৷