TRENDING:

Bank hoiliday on Holi: আজ দোলের ছুটি, কালও কি ব্যাঙ্ক বন্ধ? জেনে নিন সরকারি নির্দেশ

Last Updated:

এ ছাড়াও মার্চ মাসে সব মিলিয়ে আরও বেশ কিছু দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজ দোল পূর্ণিমা উপলক্ষে এ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ। কিন্তু আগামিকাল হোলি, ফলে বুধবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে না কি খোলা থাকবে, তা নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

আসলে ৭, ৮ এবং ৯- হোলি উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যে মার্চ মাসের এই তিনটি দিন ব্যাঙ্ক ছুটি রয়েছে৷ তবে একটানা তিন দিন নয়, যে রাজ্যে যে ভাবে রংয়ের উৎসব পালনের রীতি, সেই অনুযায়ী এই তিন দিনের যে কোনও একটি দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ কোন রাজ্যে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেই তালিকাও তৈরি করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন: সরকারি স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? কোন কোন স্কিমে মিলছে উচ্চ সুদের হার? জেনে নিন

যেমন আজ, ৭ মার্চ হোলি বা দোল যাত্রা উপলক্ষে কলকাতা, বেলাপুর, দেহরাদুন, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর, লখনউ, নাগপুর, পানাজি, রাঁচি এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

আবার ৮ মার্চ আগরতলা, আহমেদাবাদ, আইজল, ভোপাল, ভুবনেশ্বর এবং গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ রাখা হবে৷

advertisement

৯ মার্চ বিহারের পটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

আরও পড়ুন: SIP নিয়ে চিন্তিত! কোন পরিস্থিতিতে বন্ধ করে দেবেন বিনিয়োগ, দেখে নিন!

এ ছাড়াও মার্চ মাসে সব মিলিয়ে আরও বেশ কিছু দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ এর মধ্যে কয়েকটি শনি এবং রবিবারও পড়েছে৷ যেমন ১১ এবং ২৫ মার্চ মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্কে ছুটি৷ ১২, ১৯ এবং ২৬ মার্চ রবিবার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২২ মার্চ বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, মুম্বই, নাগপুর, পানাজি এবং পটনার মতো কয়েকটি শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ একই ভাবে আহমেদাবাদ, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, পটনা, লখনউ, মুম্বই এবং নাগপুরে আগামী ৩০ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকার কথা৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank hoiliday on Holi: আজ দোলের ছুটি, কালও কি ব্যাঙ্ক বন্ধ? জেনে নিন সরকারি নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল