ছুটির লিস্ট অনুযায়ী, আগামী ৫দিন বিভিন্ন শহরে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে ৷ ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও এটিএম ও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা জারি থাকবে ৷
৮ সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank holiday on 8 September 2021)
৮ সেপ্টেম্বর- শ্রীমন্ত শঙ্করদেবা তিথিএই উৎসবের জেরে গুয়াহাটিতে ব্যাঙ্কের কোনও কাজ হবে না
advertisement
৯ সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank holiday on 9 September 2021)৯ সেপ্টেম্বর -তীজ হরিতালিকাহরিতালিকা তীজ ও ইন্দ্রযাত্রা উপলক্ষ্যে গ্যাংটকে ৯ ও ১০ সেপ্টেম্বর ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে
১০ সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank holiday on 10 September 2021) ১০ সেপ্টেম্বর ২০২১- গণেশ চতুর্থীগণেশ চতুর্থী উপলক্ষ্যে ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে ৷ এদিন বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর ও পানাজিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
১১. সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank holiday on 11 September 2021)১১ সেপ্টেম্বর ২০২১- মাসের দ্বিতীয় শনিবার ও গণেশ চতুর্থীর দ্বিতীয় দিনমাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এছাড়া গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন হওয়ায় পানাজিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
১২ সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank holiday on 12 September 2021)১২ সেপ্টেম্বর রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া ছুটির লিস্ট অনুযায়ী (Bank Holidays List September 2021), সেপ্টেম্বরে মোট ১২দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এর মধ্যে সাপ্তাহিক ছুটি সামিল রয়েছে ৷ ব্যাঙ্ক হলিডে-র পুরো লিস্ট দেখার জন্য https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx লিঙ্কে ভিজিট করতে হবে ৷