তাহলে প্রশ্ন উঠবে, বিয়ের জন্য কি ঋণ পাওয়া যায়? যদি পাওয়াও যায়, কোথায় আবেদন করতে হবে সেই সম্পর্কে কিছুই জানা নেই। তাই আত্মীয়স্বজন কিংবা মহাজনের কাছে ধার করতে হয়। সেই ধার শোধ করা নিয়েও টেনশন থাকে। অনেক সময় প্রতারণার শিকারও হতে হয়। এসব ঝুঁকি এড়াতে সরাসরি ব্যাঙ্ক থেকে বিয়ের জন্য ঋণ নেওয়া যায়। দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক ঋণ দেয়, সুদের হার কত, কত টাকা ঋণ পাওয়া যায়?
advertisement
আরও পড়ুন: অফিস যাওয়ার পথেই আসতে পারে ই-মেল ! আজ থেকে কর্মী ছাঁটাই শুরু ট্যুইটারে
বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া যায়। এইচডিএফসি, এসবিআই, পিএনবি-র মতো ব্যাঙ্কগুলি গ্রাহকদের এই সুবিধে দিচ্ছে। যে কোনও ব্যক্তি বিয়ের জন্য ৫০,০০০ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এই ঋণ শোধ করার জন্য যথেষ্ট সময়ও দেওয়া হয়। তাই কোনও টেনশন নেওয়ার দরকার নেই। তবে নিয়মিত কিস্তি পরিশোধ করা জরুরি। মিস করলে জরিমানা দিতে হতে পারে।
২১ বছর বয়সের পরে এই ঋণ নেওয়া যায়। ঋণ শোধ করার জন্য গ্রহীতাকে ১২ থেকে ৬০ মাস সময় দেওয়া হয়। এছাড়াও যে কেউ ৫৮ বছর বয়স পর্যন্ত এই ঋণ নিতে পারেন। এছাড়া আরও একটি শর্তে এই লোনের সুবিধা নেওয়া যায়। তবে ঋণ পেতে মাসিক আয় কমপক্ষে ১৫,০০০ হাজারের বেশি হতে হবে।
আরও পড়ুন: টাটা গ্রুপের নয়া উড়ান, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে এয়ার এশিয়া
এই ঋণ পেতে গ্রহীতার সিবিল স্কোর ৭০০-এর বেশি থাকতে হবে। সিবিল স্কোর খারাপ হলে ঋণ মিলবে না। এই ঋণের জন্য প্রসেসিং ফি ২.৫০ শতাংশ। এখন যদি কারও ব্যাঙ্কে যাওয়ার সময় না থাকে তবে অনলাইনেও এই ঋণের জন্য আবেদন করা যায়। এই আবেদনের সঙ্গে গ্রাহকের বেতন স্লিপ, কেওয়াইসি এবং ছবি দিতে হবে।