সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় সরকার ব্যাঙ্কগুলিকে মুখের মাধ্যমে শনাক্তকরণ এবং কিছু ক্ষেত্রে চোখের আইরিস স্ক্যান ব্যবহার করে একটি নির্দিষ্ট বার্ষিক সীমার উপরে ব্যক্তিগত লেনদেন যাচাই করার অনুমতি দিচ্ছে।
কিছু বড় বেসরকারি এবং সরকারি খাতের ব্যাঙ্কগুলি এই অপশনটি ব্যবহার করা শুরু করেছে। জানা গিয়েছে, যদিও এই যাচাইকরণ বাধ্যতামূলক নয়। তবে যে সমস্ত ক্ষেত্রে সরকারি পরিচয়পত্র, প্যান কার্ড, ট্যাক্স সংক্রান্ত বিষয়ে ব্যাঙ্কগুলিকে জমা দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে এটি প্রয়োজনীয় হবে। গ্রাহকদের মুখের শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করার জন্য ব্যাঙ্কগুলির এই পদক্ষেপ নিয়ে বিশেষজ্ঞরা বেশ কিছু প্রশ্ন তুলেছেন।
advertisement
অ্যাডভোকেট এবং সাইবার আইন বিশেষজ্ঞ পবন দুগ্গাল লাইভ মিন্টকে জানিয়েছেন, "ভারতে গোপনীয়তা, সাইবার নিরাপত্তা এবং মুখের শনাক্তকরণের জন্য সম্পর্কিত একটি শক্তিশালী আইনের অভাব রয়েছে। ফলে এই নিয়ম নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।" তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ২০২৩ সালের শুরুতেই সংসদ থেকে নতুন গোপনীয়তা আইনের অনুমোদন পাবে।
আরও পড়ুন, প্যান কার্ড নিয়ে আসছে নতুন নিয়ম! বাজেটে বড় ঘোষণার পথে মোদি সরকার
আরও পড়ুন, সিপিএমকে আমন্ত্রণ, ভারত জোড়ো যাত্রার সমাপ্তিতে কেন ব্রাত্য় তৃণমূল? ব্য়াখ্য়া দিলেন অধীর
নাম প্রকাশ না করার শর্তে দুজন সরকারি অফিসার জানিয়েছেন, নতুন এই নিয়মে আর্থিক বছরে ২০ লাখ টাকার বেশি জমা এবং টাকা তোলার ব্যক্তিদের পরিচয় যাচাই করতে ব্যবহার করা হতে পারে। তবে সরকার থেকে এ নিয়মের বিষয়ে বিশদে কিছু বলা হয়নি।