TRENDING:

বছর শুরুতে ব্যাঙ্কের জরুরি এই নিয়মগুলিতে আসছে বদল, এখনই জানুন

Last Updated:

আরবিআই জানিয়েছে যে এখন ব্যাঙ্কগুলিকে বলতে হবে তাদের কতগুলি খালি লকার রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: নতুন বছরের শুরুতেই ব্যাঙ্কের লকার সংক্রান্ত বিষয়ে জরুরি বদল আসতে চলেছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে জানা গিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে লকারের ক্ষেত্রে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

নতুন নির্দেশিকায় যেমন আগের নিয়মে পরিবর্তন এসেছে, তেমনি লকারের নিরাপত্তা বাড়াতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে আরবিআই। এক নজরে দেখে নিন, কী কী নতুন পরিবর্তন হচ্ছে।

সাধারণত ব্যাঙ্ক চুরির ক্ষেত্রে কিংবা ক্ষতি হলে, লকারে রাখা সম্পত্তির জন্য ব্যাঙ্ক দায়ী নয় বলে নিজেদের আলাদা করে নিত। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর লকারে রাখা সম্পত্তির কোনও ক্ষতি হলে বা চুরি হয়ে গেলে ব্যাঙ্কগুলি তাদের দায় থেকে সরে আসতে পারবে না। চুরি, ডাকাতি কিংবা ভবনের ক্ষতি হলে সংশ্লিষ্ট গ্রাহককে ১০০ গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে।

advertisement

এর বাইরে আরবিআই জানিয়েছে যে এখন ব্যাঙ্কগুলিকে বলতে হবে তাদের কতগুলি খালি লকার রয়েছে। সেই তালিকা প্রকাশ করতে হবে। এর ফলে ব্যাঙ্ক লকার সংক্রান্ত স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে আরবিআই জানিয়েছে, লকারে কোনওরকম কাজকর্ম বা লকার খোলা হলে, সংশ্লিষ্ট গ্রাহকের কাছে যাতে সঙ্গে সঙ্গে মেসেজ কিংবা মেল চলে যায়। প্রত্যেক গ্রাহকের মোবাইল নম্বর এবং মেল আইডি ব্যাঙ্কে রেজিস্ট্রার করা থাকে। সেই নম্বর এবং মেলেই অ্যালার্ট মেসেজ চলে যাবে।

advertisement

আরও পড়ুন,  উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে তুমুল তৎপরতা! শূন্যপদ নিয়ে চাওয়া হল বিস্তারিত তথ্য

আরও পড়ুন, খুব সাবধান! ক্রিপ্টো নিয়ে সতর্ক করে কী জানালেন RBI গর্ভনর

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পাশাপাশি লকারের নিরাপত্তার জন্য লকার রুমে সিসিটিভির ব্যবস্থাও করতে বলেছে আরবিআই। ইলেকট্রনিক লকারের ক্ষেত্রে সমস্ত নিয়ম রিজার্ভ ব্যাঙ্কের সাইবার নিরাপত্তা কাঠামো মেনে চলতে হবে। এর ফলে সিস্টেম হ্যাকিং বা অন্যান্য নিরাপত্তা লঙ্ঘনের ঝুঁকি থাকবে না। সেই সঙ্গে আরবিআই নির্দেশ দিয়েছিল যে লকারের সংশ্লিষ্ট গ্রাহকের মৃত্যু হলে, নমিনিতে যিনি থাকবেন তাঁর নামে লকার রাখা হবে। তবে সমস্ত তথ্য যাচাই-এর পরে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বছর শুরুতে ব্যাঙ্কের জরুরি এই নিয়মগুলিতে আসছে বদল, এখনই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল