অবশ্য গোটা দেশে ১৪ দিন ধরে ব্যাঙ্ক বন্ধ থাকবে না৷ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ি অঞ্চলভিত্তিক অনুষ্ঠানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা ছুটি থাকবে৷
আরও পড়ুন - Maharashtra Crisis: হোটেল তো নয়, যেন দুর্ভেদ্য দূর্গ, বুকিং পাচ্ছে না কেউই, নজর কাড়ছে র্যাডিসন ব্লু
advertisement
আরবিআই এই হলিডে ক্যালেন্ডার জারি করে
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছর ব্যাঙ্ক হলিডে বা ব্যাঙ্কের ছুটির লিস্ট জারি করে৷ এতে প্রতিটা রাজ্যের আলাদা আলাদা ছুটির ক্যালেন্ডার ইস্যু করে৷ এছাড়া অল্টারনেটিভ শনিবার এবং রবিবারের ছুটির লিস্ট দিয়েছে৷
জুলাই ২০২২ -র ছুটির সূচি
১ জুলাই - রথযাত্রা - ভুবনেশ্বর ও ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে
৩ জুলাই - রবিবার (সাপ্তাহিক ছুটি)
৭ জুলাই- খর্চি পুজো - আগরতলায় ব্যাঙ্ক বন্ধ
৯ জুলাই - শনিবার (মাসের দ্বিতীয় শনিবার), ইদ -উল -অধা (বখরিইদ)
১০ জুলাই- রবিবার (সাপ্তাহিক ছুটি)
১১ জুলাই- ইজ-উল-অজা - জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৩ জুলাই- ভানু জয়ন্তী- গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৪ জুলাই- বেন -ডিএনখলাম- শিলং ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৬ জুলাই- হরেলা- দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৭ জুলাই- রবিবার (সাপ্তাহিক ছুটি)
২৩ জুলাই- শনিবার- (মাসের চতুর্থ শনিবার)
২৪ জুলাই- রবিবার (সাপ্তাহিক অবকাশ)
২৬ জুলাই- কের পূজা (আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে)
৩১ জুলাই- রবিবার (সাপ্তহিক অবকাশ)