প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়াও, প্রতি রবিবারও ব্যাঙ্ক ছুটি থাকে। সেই সঙ্গে প্রতি মাসে দেশের বিভিন্ন রাজ্যে অনেক ব্যাঙ্কে ছুটি থাকে।
যদিও এখনকার দিনে নেট ব্যাঙ্কিংয়ের দৌলতে ব্যাঙ্ক সংক্রান্ত বেশিরভাগ কাজ এখন বাড়িতে বসেই করা যায়। কিন্তু তার পরেও কিছু কাজ এমন থাকে যেগুলি ব্যাঙ্কে গিয়েই করতে হয়। চলতি সপ্তাহে অনেকদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের।
advertisement
কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে
- ২৩ জানুয়ারি - নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মবার্ষিকীতে অসমে ব্যাঙ্ক থাকবে।
- ২৫ জানুয়ারি - হিমাচল প্রদেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
- ২৬ জানুয়ারি - প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
- ২৮ জানুয়ারি - চতুর্থ শনিবার উপলক্ষে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
- ২৯ জানুয়ারি - রবিবারের জন্য সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
- ৩১ জানুয়ারি - অসমে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
আরও পড়ুন, উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
আরও পড়ুন, ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকদের টাকা তোলা কিংবা টাকা জমা দেওয়ার মতো কাজে কোনও সমস্যা হবে না। কারণ এটিএম পরিষেবা কোনও বন্ধ থাকবে না। এটিএম পরিষেবা সচল থাকবে। এর পাশাপাশি ব্যাঙ্ক সংক্রান্ত কাজও নেট ব্যাঙ্কিং কিংবা ব্যাঙ্কগুলির অ্যাপ থেকেও সারতে পারবেন। কিন্তু ব্যাঙ্কে গিয়ে যদি কোনও জরুরি কাজ থাকে, তাহলে এই ছুটির দিনে আপনি সংশ্লিষ্ট শহরগুলির বাসিন্দা হলে করতে পারবেন না।