TRENDING:

Budget 2022: এই দাবি মানা হলে ব্যাঙ্কের গ্রাহকরা হতে চলেছেন বিপুল লাভবান

Last Updated:

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তার আগে ব্যাঙ্কের তরফে একটি বিশেষ দাবি জানানো হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিন ৷ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তার আগে ব্যাঙ্কের তরফে একটি বিশেষ দাবি জানানো হয়েছে ৷ ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন অর্থ মন্ত্রকের কাছে দাবি জানিয়েছে ট্যাক্স ফ্রি ফিক্সড ডিপোজিটের সময় ৫ বছরের জায়গায় ৩ বছর করার জন্য ৷ সরকারের তরফে এই দাবি মেনে নেওয়া হলে এবার এফডি-র লকইন পিরিয়েড ৩ বছরের হয়ে যাবে ৷
advertisement

আরও পড়ুন: ব্যাঙ্কেও নিরাপদ নেই আপনার টাকা! আগামী দিনে আরও বাড়বে ব্যাঙ্কিং ফ্রডের ঘটনা: Deloitte

IBA এর তরফে জানানো হয়েছে বাজারে ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমের মতো স্কিম রয়েছে ৷ এই স্কিমগুলির ৩ বছরের লক ইন পিরিয়ড হয় যেখানে ফিক্সড ডিপোজিটের লক ইন পিরিয়ড ৫ বছরের হয় ৷ যদি এই পিরিয়ড ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কমিয়ে ৫ বছর করা হয় তাহলে গ্রাহকদের মধ্যে এফডি-তে ইনভেস্ট করার প্রবণতা বাড়বে এবং ব্যাঙ্কের ফান্ড বাড়বে ৷ ব্যাঙ্কের তরফে ডিজিটাল ব্যাঙ্কিং বাড়ানোর জন্য সরকারের থেকে বিশেষ ছাড় ঘোষণার দাবি জানানো হয়েছে ৷

advertisement

আরও পড়ুন:  প্রতিদিন মাত্র ২৫০ টাকা করে বাঁচিয়ে হয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকার মালিক!

কী এই ELSS আর কী লাভ মিলবে ?

মিউচুয়াল ফান্ডের ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম এক ধরনের ট্যাক্স সেভিংস স্কিম ৷ এখানে জমা করা ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স লাগে না ৷ ইনকাম ট্যাক্সের ৮০ সি অনুযায়ী ছাড় পাওয়া যায় ৷ যেহেতু ব্যাঙ্কে টাকা রাখার থেকে এই স্কিমের রিটার্ন ভালো এবং লক ইন পিরিয়ডও কম সেই জন্য আজকাল এই স্কিমের প্রতি বেশি ঝুঁকছেন মানুষ ৷ IBA এর তরফে দাবি জানানো হয়েছে এই একই ভাবে ব্যাঙ্কের এফডি-র লকইন পিরিয়ডও কমিয়ে ৩ বছর করার ৷

advertisement

আরও পড়ুন: ফ্রডের হাত থেকে বাঁচতে অবশ্যই চেক করে নিন আধার কার্ডের হিস্ট্রি.....

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ব্যাঙ্কের তরফে আরও বলা হয়েছে, সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য একাধিক যোজনা চালানো হয় ৷ সরকার তাদের বেশ কিছু স্কিম ব্যাঙ্কের মাধ্যমে চালিয়ে থাকে ৷ ডিজিটাল ব্যাঙ্কিংয়ের উপর জোর দেওয়া হয় ৷ ডিজিটাল ব্যাঙ্কিংয়ের জেরে মানুষ লাভবান হয়েছেন ৷ এর জন্য সরকারকে ব্যাঙ্কের খরচার উপরে কিছু স্পেশ্যাল ট্যাক্স ছাড় বা ডিডাকশন দেওয়া উচিৎ ৷ ট্যাক্স সংক্রান্ত অভিযোগ মেটানোর জন্য একটি সিস্টেম বানানোরও দাবি করা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2022: এই দাবি মানা হলে ব্যাঙ্কের গ্রাহকরা হতে চলেছেন বিপুল লাভবান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল