গুরপদ বুখালের বাড়ি নামখানার পাতিবুনিয়াতে। নামখানা ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় উচ্ছে চাষ হয়। হাজার হাজার বিঘা জায়গায় চলে এই চাষ। তবে গুরপদবাবু এবছর নতুন প্রজাতির উচ্ছে চাষ করেছেন।
আরও পড়ুন: ভিখারিনী মৃত! ঘুপচি ঘরে ঢুকে এলাকাবাসী যা দেখল, এ তো সাম্রাজ্য পুরো! চমকে উঠল ভগবানগোলা
এই উচ্ছের কাঁটা খুবই শক্ত সামর্থ। এবং উচ্ছের ফলন ভাল হচ্ছে। ভারা কিংবা খোলা মাটিতে এই উচ্ছে চাষ করা যাচ্ছে। ফলে চাষ নিয়েও অত সমস্যা নেই। জলও কম লাগে চাষের ক্ষেত্রে।
advertisement
আরও পড়ুন: বদলের ‘উত্তপ্ত’ বাংলাদেশে ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারত, বাংলাদেশিরা কি আর ভিসা পাবে?
গুরপদবাবুর এই সাফল্য দেখে অনেকেই এই পান উচ্ছে চাষ করার আগ্রহ দেখিয়েছেন। অনেকে বীজ নিয়ে যাওয়ার কথা বলেছেন। উচ্ছে চাষ করে এভাবে জনপ্রিয় হয়ে ওঠা যায় তা দেখিয়েছেন গুরপদবাবু। এখন প্রায় প্রতিদিন তাঁর উচ্ছে বাগানে আসছেন অনেকেই।
নবাব মল্লিক