TRENDING:

Bandhan Bank: এফডি-তে ৮% সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক; চালু হল নতুন মেয়াদ কাল

Last Updated:

এই নতুন অফারের মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অফার করছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম- বন্ধন ব্যাঙ্ক স্থায়ী আমানতের উপর উচ্চ সুদের হারের একটি বিশেষ সীমিত সময়ের অফার নিয়ে এসেছে ৷
এফডি-তে ৮% সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক; চালু হল নতুন মেয়াদ কাল
এফডি-তে ৮% সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক; চালু হল নতুন মেয়াদ কাল
advertisement

এই সুদের হারগুলি দুই কোটি টাকা পর্যন্ত খুচরো আমানতের ক্ষেত্রে প্রযোজ্য এবং ৭ নভেম্বর, ২০২২ থেকে কার্যকর হবে ৷ এটি নতুন আমানতের পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ আমানতের পুনর্নবীকরণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে ৷ এই নতুন অফারের মাধ্যমে, বন্ধন ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অফার করছে।

এই বৃদ্ধির ফলে, গ্রাহকরা ৬০০ দিনের মেয়াদি আমানতের উপর ৭.৫% পর্যন্ত সুদের হার পাবেন।

advertisement

সিনিয়র সিটিজেনরা ০.৫০% বা ৫০ বিপিএস বেশি সুবিধা পাবেন, এর ফলে ৬০০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের এর জন্য তাদের রিটার্ন হবে ৮ %।

আরও পড়ুন- ক্রিকেট মাঠে ফের সৌরভের দাদাগিরি! ৯৯ নম্বর জার্সি পড়ে ইডেনের ২২ গজে মহারাজের বাপি বাড়ি যা 

এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ০.৭৫% বা ৭৫ বিপিএস বেশি সুদের হার অফার করে ৷

advertisement

রিটেল ডোমেস্টিক / নন-রেসিডেন্ট রুপি টার্ম ডিপোজিট রেট চার্ট , ৭ নভেম্বর, ২০২২ তারিখে -

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বন্ধন ব্যাঙ্কের বর্তমান গ্রাহকরাও রিটেইল ইন্টারনেট ব্যাঙ্কিং বা এমবন্ধন (mBandhan) মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের বাড়ি বা অফিস থেকে এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারেন। এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে, গ্রাহকরা ঝামেলামুক্ত ভাবে তৎক্ষণাৎ এফডি বুক করতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: এফডি-তে ৮% সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক; চালু হল নতুন মেয়াদ কাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল