TRENDING:

Bandhan Bank-র আমানত বাড়ল ৩২ শতাংশ, মোট আমানতের পরিমাণ ৫৭ হাজার কোটি টাকারও বেশি

Last Updated:

ব্যাঙ্কের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭,০৭৩ কোটি টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সেবি (SEBI)-র নিয়ম মেনেই বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হল স্টক এক্সচেঞ্জে তাদের আমানত, মোট প্রদেয় ঋণ ও অন্যান্য আর্থিক খুঁটিনাটি বিস্তারিত বিবরণ। ওই নোটিসে বলা হয়েছে যে সদ্য সমাপ্ত গত আর্থিক বছরে বন্ধন ব্যাঙ্কের আমানত বেড়েছে ৩২ শতাংশ। ব্যাঙ্কের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭,০৭৩ কোটি টাকা।
advertisement

সোমবার, বন্ধন ব্যাঙ্কের তরফে স্টক এক্সচেঞ্জে জানানো হয়েছে, তাদের মোট আমানতের ৭৮.৪ শতাংশই হল রিটেল ডিপোজিট। গত আর্থিক বছরে যা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ৩১ মার্চ ২০২০-তে যার পরিমাণ ছিল ৪৪,৭৬০ কোটি টাকা। গত আর্থিক বছরের শেষে বন্ধন ব্যাঙ্কের মোট আমানতের পরিমাণ ছিল ৪২ হাজার ২৩২ কোটি টাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় আপডেট! অধিগ্রহণ নয়, নেওয়া হয়েছে অন্য পরিকল্পনা
আরও দেখুন

৩১ মার্চ ২০২০ পর্যন্ত ব্যাঙ্কের কাছে লিকুইডিটির পরিমাণ ৮৪০২ কোটি টাকা এবং প্রয়োজনে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে আরও ১৮১৫ কোটি টাকা অতিরিক্ত নিতে পারবে বন্ধন ব্যাঙ্ক। চলতি লকডাউনের কারণে মাইক্রোব্যাঙ্কিং ব্যবসাতেও তেমন আঁচ পড়েনি। ব্যাঙ্কের মাইক্রোব্যাঙ্কিং আমানত স্থিতিশীল এবং মজবুত।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank-র আমানত বাড়ল ৩২ শতাংশ, মোট আমানতের পরিমাণ ৫৭ হাজার কোটি টাকারও বেশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল