এই অনুমোদনের ফলে বন্ধন ব্যাঙ্ক রেল মন্ত্রকের সমস্ত প্রাক্তন কর্মচারীদের পেনশন দিতে পারবে। ১৭টি জোনাল রেলওয়ে এবং ৮টি উৎপাদন ইউনিট-সহ ভারতীয় রেলে প্রতি বছর ৫০ হাজার কর্মী অবসর নেন। তাঁদের সমস্ত নথির অ্যাক্সেস পাবে বন্ধন ব্যাঙ্ক। একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে ব্যাঙ্ক।
advertisement
ভারতীয় রেল দেশের সবচেয়ে বড় নিয়োগ প্রতিষ্ঠান। বর্তমানে ১.২ মিলিয়ন মানুষ কর্মরত। পেনশন দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বন্ধন ব্যাঙ্ক শীঘ্রই রেল মন্ত্রকের সঙ্গে একত্রে কাজ চালু করবে।
এই প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের হেড অফ গভর্নমেন্ট বিজনেস দেবরাজ সাহা বলেন, ‘‘এই অনুমোদন ব্যাঙ্কের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রমাণ। ভারতীয় রেলওয়ে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং বৃহত্তম নিয়োগ প্রতিষ্ঠান। এটি পেনশনভোগীদের প্রতিযোগিতামূলক হার এবং ব্যাঙ্কের দেওয়া অন্যান্য সুবিধা পেতে সাহায্য করবে।’’ পাশাপাশি ব্যাঙ্ক প্রদত্ত সিনিয়র সিটিজেনদের প্রাপ্য সুবিধাগুলি পাওয়ার সুযোগ দেবে। পেনশনভোগীরা বন্ধন ব্যাঙ্কের ১৬৪০টি-র বেশি শাখা থেকে পেনশন তুলতে পারবেন। এছাড়া ব্যবহার করতে পারবেন ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্মও।
আরও পড়ুন-পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে, যার গন্ধে ভয় পায় সাপ! জেনে রাখা প্রয়োজন
২০২৩ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফা তিন গুণেরও বেশি বেড়ে ৭২১ কোটি টাকা হয়েছে। গত বছর একই সময় ২০৯ কোটি টাকার তুলনায় নিট মুনাফা ২৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চলতি ত্রৈমাসিকে ব্যাঙ্কের সঙ্গে প্রায় ১০ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে। এতে ব্যাঙ্ক গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ১৭ লাখ। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, ব্যাঙ্কের ৬২০০ টিরও বেশি আউটলেট ছিল। ব্যাঙ্কিং নেটওয়ার্কে ১৬২১টি শাখা এবং ৪৫৯৮টি ব্যাঙ্কিং ইউনিট রয়েছে।
প্রসঙ্গত বলে রাখা ভাল, বন্ধন ব্যাঙ্ক জানিয়েছে যে এই স্কিমে প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন প্রদান এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিদের পেনশন এবং অন্যান্য সুবিধা প্রদান অন্তর্ভুক্ত রয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন