ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, এটি একেবারে নতুন ধরনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্কিং ব্যবস্থায়, গ্রাহকের অভিজ্ঞতার ক্ষেত্রে বড় পরিবর্তন আনার লক্ষ্যেই এই নতুন ধরনের অ্যাকাউন্টটি চালু করা হয়েছে। এই অ্যাকাউন্ট খোলাও সহজ। গ্রাহকরা ভিডিও কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটালি অ্যাকাউন্ট খুলতে পারবেন। শাখায় আসার প্রয়োজনই হবে না।
আরও পড়ুন: দেশের সবচেয়ে পরিষ্কার ৫টি প্ল্যাটফর্ম! বাংলার কোনও স্টেশন কি আছে? চমকে দেওয়া তালিকা
advertisement
এই ধরনের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহক মাস বা বছরের হিসেবে সাবস্ক্রিপশন-ভিত্তিক প্ল্যান নিতে পারেন। মাসিক প্ল্যানের সাবস্ক্রিপশন মূল্য হল ১৫০ টাকা এবং কমপক্ষে ছ’মাসের জন্য এই প্ল্যান নিতে হবে।
অর্থাৎ, প্রাথমিক ভাবে ৬ মাসের সাবস্ক্রিপশন কাটা হবে। তারপর ৩০ দিন অন্তর মাসিক সাবস্ক্রিপশন ১৫০ টাকা করে নেওয়া হবে।
আরও পড়ুন: ৫ বছরের কম সময়ের চাকরিতেও পাওয়া যায় গ্র্যাচুইটি! কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য এই নিয়ম? জেনে নিন
কোনও গ্রাহক চাইলে বার্ষিক প্ল্যানও নিতে পারেন। সেক্ষেত্রে তাঁকে ১,৬৫০ টাকা দিতে হবে। তার ভিতরেই পাওয়া যাবে সমস্ত সুবিধা, বছরভর। এক বছর পরে প্ল্যানের মেয়াদ শেষ হলে এটি পুনর্নবীকরণ করা হবে স্বয়ংক্রিয় ভাবে।
তবে শুধু এটুকুই নয়। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা অ্যাক্সিস ব্যাঙ্ক গ্র্যাব ডিলস প্ল্যাটফর্মে ক্যাশব্যাকের মতো অতিরিক্ত সুবিধাও পাবেন। এতে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিন্ত্রা-র মতো ৩০টিরও বেশি সংস্থা যুক্ত রয়েছে।
গ্রাহকরা ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যে কোনও লেনদেনে ১ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
ডেবিট কার্ডের জন্য আরও বিশেষ কিছু সুবিধা দেওয়া হবে। যেমন, ৫০০ টাকার গ্র্যাব ডিল ভাউচার, ৫০০ টাকা পর্যন্ত ১৫ শতাংশ ছাড় এবং ৩০ দিনের মধ্যে ডেবিট কার্ড ব্যবহার করার জন্য অনলাইন পুরস্কার।