TRENDING:

Auto Expo 2023: নতুন দুটি গাড়ি প্রকাশ মারুতির, জেনে নিন কী কী চমক থাকছে

Last Updated:

Auto Expo 2023: অনেকদিন ধরেই এই গাড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: অটো এক্সপোর দ্বিতীয় দিনে মারুতি দুটি গাড়ি প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ৫ দরজা বিশিষ্ট গাড়ি Jimny। অনেকদিন ধরেই এই গাড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছিল। ইতিমধ্যে জিমনির বুকিংও শুরু হয়েছে। বলা হচ্ছে যে, জিমনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা ফেলবে মাহিন্দ্রা থার সিরিজের গাড়িটিকে। জিমনির ৪ হুইল ড্রাইভ এবং ৫ দরজা বিশিষ্ট এই গাড়ির সংস্করণ ভারতে আনা হয়েছে।
advertisement

জিমনির দৈর্ঘ্য ৩,৯৮৫ মিমি এবং একটি হুইলবেস ২,৫৯০ মিমি। জিমনি ৫-দরজার হুইলবেস ৩-দরজা মডেলের চেয়ে ৩৪০ মিমি লম্বা। এর প্রস্থ ১,৬৪৫ মিমি এবং উচ্চতা ১,৭২০ মিমি। এই অত্যাধুনিক গাড়িটি ২০২৩ সালের মাঝামাঝি সময়ে পুরোদমে চালু হতে পারে। এর দাম ১২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

জিমনি ৫-দরজা বিশিষ্ট গাড়ির বেশিরভাগ ফিচারগুলি এর ৩-দরজা গাড়ির মডেলের মতোই থাকে। এর সঙ্গে রয়েছে ৯ ইঞ্চি ট্রাচস্ক্রিন। আপাতত ৭টি রংয়ের জিমনি গাড়ি রাখা হবে বাজারে।

advertisement

আরও পড়ুন, তৃণমূল বিধায়কের বাড়ি থেকে ১১ কোটি টাকা উদ্ধার, আয়কর দফতরের বিরাট হানা! তোলপাড় বাংলা

আরও পড়ুন, আরও ২৪ ঘণ্টা তুষারপাত, বৃষ্টির সম্ভাবনা কোথায়? হাওয়া অফিসের পূর্বাভাসে বদলের ইঙ্গিত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, মারুতির Fronx-এর বুকিং শুরু হয়েছে। এতে একটি স্প্লিট হেডল্যাম্প সেট-আপ রয়েছে। ১৭-ইঞ্চি চাকা। এর দৈর্ঘ্য ৩,৯৯৫ মিমি, উচ্চতায় ১,৫৫০ মিমি এবং প্রস্থে ১,৭৬৫ মিমি। এই গাড়ি ঘিরেও উৎসাহ তুঙ্গে রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Auto Expo 2023: নতুন দুটি গাড়ি প্রকাশ মারুতির, জেনে নিন কী কী চমক থাকছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল