বিশেষজ্ঞরা জানাচ্ছেন,যখনই মেশিনে এটিএম কিংবা ডেবিট কার্ড দেবেন যাবেন, দেখবেন স্লটের আলোর রং। যদি সবুজ হয়, তবে ঠিক আছে। কিন্তু যদি লাল হয় বা আলো জ্বলছে না, তবে সেখানে কার্ডটি রাখবেন না। এছাড়া স্লট ঢিলে হলেও সেখানে কার্ড ঢোকাবেন না। এমনও হতে পারে যে মূল স্লটের উপরে একটি ডামি রাখা হয়েছে। যাতে আপনার কার্ডের তথ্য চুরি করা যায়।
advertisement
এখন প্রতারকদের কাছে এই পদ্ধতিটি খুব জনপ্রিয়। একে কার্ড ক্লোনিং বলে। কার্ড ক্লোন করার পরে, ঠগদের এটিএম পিন নম্বর দরকার হয়। এখন এর জন্য ২টি উপায় আছে, একটি হল প্রতারকরা আপনার পিছনে দাঁড়িয়ে আপনাকে পিন নম্বর দেখতে পারে। দ্বিতীয় উপায় হল সিসিটিভি হ্যাক করে আপনার পিনটি জেনে নেওয়া। তাই পিন দেওয়ার সময় সেটা প্রকাশ্যে না দিয়ে, ঢেকে রাখার চেষ্টা করুন।
আরও পড়ুন, টাকা খুচরো করা নিয়ে দূর হবে টেনশন! UPI ATM আনতে পারে RBI
আরও পড়ুন, কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন ATM থেকে, জেনে নিন সেই পদ্ধতি
যদি কারোর সঙ্গে এটিএমে কোনও জালিয়াতি হয়ে থাকে, তাহলে বিষয়টি অবিলম্বে পুলিশকে জানাতে হবে। এটা সম্ভব যে প্রতারকদের আঙুলের ছাপ মেশিনে পাওয়া যাবে এবং যদি তাদের কোনও অপরাধমূলক রেকর্ড আগে থেকে থাকে, তাহলে তা দ্রুত ধরা যাবে। সাইবার সেলের কাছেও অভিযোগ জানাতে পারেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজে থেকে সতর্ক হওয়া খুবই জরুরি।